Women While Making Love: ঘনিষ্ঠ 'রোমান্সের' মুহূর্তে কী চিন্তা করেন নারীরা? শুনলে চোখ কপালে উঠবে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Women Making Love: ঠিক কী ধরণের চিন্তা বা 'ফ্যান্টাসি' ঘুরে চলে মনের গভীরে? অন্তরঙ্গ মুহূর্তে কোন ভাবনায় ডুব দেন মেয়েরা? বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
advertisement
1/10

যৌন কল্পনা! প্রতিটি মানুষেরই যা কম-বেশি থাকে। কখনও সেই কল্পনাগুলিকে বাস্তবে পরিণত করা যায় নিজের যৌন জীবনে। আবার কখনও তা বয়ে চলে মনের অন্দরমহলে। চাপা স্রোত বয়ে চলে ঘনিষ্ট মুহূর্তেও। কিন্তু ঠিক কী ধরণের চিন্তা বা 'ফ্যান্টাসি' ঘুরে চলে মনের গভীরে? ঘনিষ্ট মুহূর্তে কোন ভাবনায় ডুব দেন মেয়েরা?
advertisement
2/10
প্রকৃতপক্ষে, একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলারা তাঁদের সঙ্গীর সঙ্গে সহবাস করার সময় অন্য ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কের কল্পনা করেন।
advertisement
3/10
‘লাভহানি’ বলে একটি সংস্থা নানা দেশে নারীদের উপরে একটি বিস্তৃত সমীক্ষা চালিয়েছিল। মূল প্রশ্ন ছিল, রোমান্সের সময়ে এবং আগে-পরে সেই মুহূর্তের সঙ্গী ছাড়া মাথায় আর কারও চিন্তা আসে কি না। উত্তর যা এসেছে, তা শুনলে মাথা ঘুরে যাবে!
advertisement
4/10
৫০ শতাংশ নারীই বলেছেন, তারা অন্য পুরুষের কথা চিন্তা করেন। কী ভাবছেন? এখানেই শেষ? অপেক্ষা করুন। আরও আছে।
advertisement
5/10
সমীক্ষায় উঠে এসেছে যাদের কথা এই সব নারীরা ভাবেন, তারা কিন্তু হলিউডের কোনও সুদর্শন নায়ক নন। আশপাশেই ঘোরাফেরা করেন, হয়তো বন্ধু মহলেই রয়েছেন এমন কোনও পুরুষ।
advertisement
6/10
কারা এরা? ২০ শতাংশ নারী উত্তরে অফিসের বসের কথা বলেছেন। এদের মধ্যে ৮ শতাংশ আবার নানা সময়ে তাদের শয্যাসঙ্গী হয়েছেন বলেও জানিয়েছেন।
advertisement
7/10
সমীক্ষা বলছে, এক-তৃতীয়াংশ নারী তাদের ‘প্রাক্তন’দের কথা চিন্তা করেন পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে। ১২ শতাংশ স্বীকার করেছেন, হামেশাই তাদের মাথায় ঘোরাফেরা করেন ‘প্রাক্তন’রা।
advertisement
8/10
এই সমীক্ষায় আরও উঠে এসেছে, পুরুষের মাথায় অন্য নারীর কথা আসে ঠিকই, কিন্তু সেটা নারীদের থেকে কম।
advertisement
9/10
চমকে দেওয়ার মতো আরও যে তথ্যটি উঠে এসেছে তা হল, ঘনিষ্ঠ মুহূর্তে যে পরপুরুষের কথা এই নারীরা কল্পনা করেন বলে সমীক্ষায় জানিয়েছেন, তাঁরা বেশিরভাগই কোনওরকম গ্লানিতে ভোগেন না।
advertisement
10/10
Disclaimer : যদিও এই প্রতিবেদন একটি নির্দিষ্ট সমীক্ষায় উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করে পাওয়া। নিউজ ১৮ বাংলা এই সমীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Women While Making Love: ঘনিষ্ঠ 'রোমান্সের' মুহূর্তে কী চিন্তা করেন নারীরা? শুনলে চোখ কপালে উঠবে!