এই রেস্তোরাঁয় এলেই খুলে ফেলতে হয় ব্রা! সার বেঁধে ঝোলে মহিলাদের অন্তর্বাস... কারণ কী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আজ পাবটি এলাকার সবচেয়ে প্রিয় হ্যাং-আউট স্থানগুলির মধ্যে একটি।
advertisement
1/5

আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় এমন একটি পাব আছে, যেখানে সার বেঁধে ঝুলতে দেখা যায় মহিলাদের অন্তর্বাস? স্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডালি ওয়াটার্স পাব হল একটি আইকনিক পর্যটন আকর্ষণ। এটি ১৯৩০ সাল থেকে চলে আসছে।
advertisement
2/5
পাবটির অনুরোধ যিনিই এখানে আসছেন তিনি তাঁর তরফ থেকে কিছু একটা দোকানে স্মৃতি হিসাবে রেখে যান। যা এখানে আসা গ্রাহকরা মেনেও নেন।
advertisement
3/5
পাবটির অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল শেপওয়্যার প্রদর্শন।এই ডিসপ্লেতে শত শত ব্রা রয়েছে যা মহিলা ক্রেতারা স্বেচ্ছায় ফেলে যান। এই প্রথা শুরু করেছিলেন একজন কোচ চালক ও তাঁর মহিলা যাত্রী।
advertisement
4/5
গ্রাহকেরা দোকানের চারদিকে তাকালেই নানা রংয়ের অজস্র ব্রা দেখতে পাবেন। যা সবই ব্যবহৃত। এসব দেখে কেউ হাসেন। কেউ অবাক হন। তবে পাবের মূল লক্ষ্য হল দর্শকদের শহরের জীবনের ব্যস্ততা থেকে দূরে রাখা।
advertisement
5/5
আজ পাবটি এলাকার সবচেয়ে প্রিয় হ্যাং-আউট স্থানগুলির মধ্যে একটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই রেস্তোরাঁয় এলেই খুলে ফেলতে হয় ব্রা! সার বেঁধে ঝোলে মহিলাদের অন্তর্বাস... কারণ কী?