TRENDING:

Extra Marital Affair: স্বামীর সঙ্গে বনিবনা হয় না! শারীরিক-মানসিক ভাবে অতৃপ্ত? জীবনে বড় 'এই' ধাক্কায় পরকীয়ায় জড়িয়ে পড়েন নারীরা

Last Updated:
Women In Extra Marital Affair: ভাউচার কোডস প্রো নামে এক গবেষণা সংস্থার মতে, পুরুষদের তুলনায় নারীরাই বেশি যৌনতায় আগ্রহী। আর তার ওপর ভিত্তি করেই বদলেছে নারী পুরুষের সম্পর্কের সমীকরণ।
advertisement
1/7
স্বামীর সঙ্গে বনিবনা নেই ! অতৃপ্ত? নারী জীবনে বড় 'এই' ধাক্কায় আসে পরকীয়া...
একটা চিরাচরিত ধারণা রয়েছে যে পুরুষেরাই যৌনতার প্রতি বেশি আগ্রহী। নারী মন নিখাদ প্রেম চায়, আর পুরুষ চায় শরীর। সমাজের এই প্রচলিত ধারণাকেই পাল্টে দিল সাম্প্রতিক এক সমীক্ষা। যাতে উঠে এল সম্পূর্ণ বিপরীত তথ্য।
advertisement
2/7
একটা চিরাচরিত ধারণা রয়েছে যে পুরুষেরাই যৌনতার প্রতি বেশি আগ্রহী। নারী মন নিখাদ প্রেম চায়, আর পুরুষ চায় শরীর। সমাজের এই প্রচলিত ধারণাকেই পাল্টে দিল সাম্প্রতিক এক সমীক্ষা। যাতে উঠে এল সম্পূর্ণ বিপরীত তথ্য। ভাউচার কোডস প্রো নামে এক গবেষণা সংস্থার মতে, পুরুষদের তুলনায় নারীরাই বেশি যৌনতায় আগ্রহী। আর তার ওপর ভিত্তি করেই বদলেছে নারী পুরুষের সম্পর্কের সমীকরণ।
advertisement
3/7
বেসরকারি এই গবেষণা সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন পুরষ ও নারীকে যৌন ইচ্ছে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে তাঁদের ব্যবহারও খুঁটিয়ে দেখা হয়।
advertisement
4/7
এই সমীক্ষায় উঠেছে এসেছে চমকপ্রদ তথ্য। দেখা গিয়েছে, নারীদের মধ্যে শতকরা ৫৯ শতাংশেরই যৌন চাহিদা সঙ্গীর তুলনায় বেশি। যেখানে মাত্র ৪১ শতাংশ পুরুষদেরই বাড়তি যৌনতার চাহিদা রয়েছে।
advertisement
5/7
এখানেই শেষ নয়। এই সমীক্ষা মতে শরীরের যৌন চাহিদা পূরণ না হওয়াই আসলে অনেক দম্পতির মধ্যে কলহের ও সম্পর্কের অবনতির অন্যতম কারণ।
advertisement
6/7
গবেষকদের দাবি, প্রতি পাঁচ দম্পতির মধ্যে এক যুগলের মধ্যে শারীরিক চাহিদা ও তা না মেটার কারণেই ঝামেলার সূত্রপাত হয়। যা পরবর্তীকালে বড় আকার নেয়। কেউ হীনমন্যতায় ভোগেন, কেউ মানসিক অবসাদের শিকার হন, কেউ আবার যৌন চাহিদা মেটাতে পরকীয়ায় মজেন।
advertisement
7/7
সমীক্ষা বলছে, যে সমস্ত নারী ও পুরষ স্বীকার করেছেন তাঁরা সঙ্গীর থেকে বাড়তি যৌনতা চান, তাঁদের মধ্যে শতকরা সাত শতাংশই পরকীয়ায় লিপ্ত। শুধু তাই নয়, এঁদের মধ্যে আবার অনেকে শরীরের চাহিদা মেটাতে সেক্স টয়ও ব্যবহার করে থাকেন। আর যৌনতা নিয়ে এমন তথ্য তাঁরা প্রকাশ্যেই স্বীকার করেছেন এই সমীক্ষায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Extra Marital Affair: স্বামীর সঙ্গে বনিবনা হয় না! শারীরিক-মানসিক ভাবে অতৃপ্ত? জীবনে বড় 'এই' ধাক্কায় পরকীয়ায় জড়িয়ে পড়েন নারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল