মাঝরাতে তরুণীর মেসেজ, 'আমার শাশুড়িকে...পারবেন?' চিকিৎসকের ঘাম ছুটল! তিনি যা করলেন, চমকে যাবেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bengaluru News: চিকিৎসক সুনীল কুমার একটি চমকে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পান। এর পর যা হল, ভাবতেও পারছেন না!
advertisement
1/7

ভীষণ বিপদ! মাঝরাতে চিকিৎসককে আপৎকালীন মেসেজ করলেন তরুণী। ঠান্ডা মাথায় যা বললেন, তাতে হতবাক ডাক্তার! এমনও সম্ভব...? জানলে শিউরে উঠবেন।
advertisement
2/7
তরুণী বললেন, "আমার শাশুড়ির বয়স ৭০ বছর। এমন কোনও ওষুধ আছে, যা খাওয়ালে ধীরে ধীরে তিনি মারা যাবেন?" মহিলা যখন এই প্রশ্ন চিকিৎসককে করেন, তখন চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড় ডাক্তারের। কী হল তার পর?
advertisement
3/7
তিনি মহিলাকে উত্তর দেন, "ডাক্তারের কাজ জীবন বাঁচানো, কাড়ার নয়।" এরপর ওই চিকিৎসক পুরো বিষয়টি পুলিশকে জানান। তদন্তে পুলিশ জানতে পারে, মহিলা আসলে শাশুড়িকে নয়, নিজেকে মারতে চেয়েছিলেন!
advertisement
4/7
সূত্রের খবর, বেঙ্গালুরুর সঞ্জয় নগরের চিকিৎসক সুনীল কুমার গত সোমবার একটি চমকে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পান। এক ৩৫ বছর বয়সী মহিলা তাঁকে ওষুধের নাম জিজ্ঞেস করেন, যা তাঁর ৭০ বছরের শাশুড়িকে ধীরে ধীরে মেরে ফেলবে। পুলিশ জানিয়েছে, ডাক্তার যখন এই অনুরোধ প্রত্যাখ্যান করেন, তখন মহিলা তৎক্ষণাৎ সমস্ত মেসেজ মুছে দেন।
advertisement
5/7
কিন্তু তার আগেই ডাক্তার সুনীল কুমার স্ক্রিনশট নিয়ে নেন এবং মঙ্গলবার পুলিশকে পুরো বিষয়টি জানান। চিকিৎসক বলেন, "এটি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর এবং দুঃখজনক অভিজ্ঞতা। মানুষ কীভাবে কারও জীবন নেওয়ার জন্য চিকিৎসকের সাহায্য চাইতে পারে!"
advertisement
6/7
ডাক্তারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মহিলার সন্ধান পায়। এরপর ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে থানায় যান। পুলিশের কাছে তিনি দাবি করেন, তিনি আসলে শাশুড়িকে নয়, নিজেকেই শেষ করতে চেয়েছিলেন।
advertisement
7/7
তিনি পুলিশের কাছে জানান, "আমি আত্মহত্যার উপায় জানতে চেয়েছিলাম। কিন্তু শাশুড়ির কথা বলেছি যাতে ডাক্তার কিছু পরামর্শ দেন।" পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা একজন গাড়িচালকের স্ত্রী এবং তাঁর একটি ছোট মেয়েও রয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং পুলিশের তরফে মহিলার লিখিত বয়ান নেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মাঝরাতে তরুণীর মেসেজ, 'আমার শাশুড়িকে...পারবেন?' চিকিৎসকের ঘাম ছুটল! তিনি যা করলেন, চমকে যাবেন!