TRENDING:

ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, 'চেক' এগিয়ে ধরতেই...ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের

Last Updated:
Bank Cheque:ব্যাঙ্কে এক মহিলা চেকে "ব্যাঙ্কের সব টাকা" লিখে ক্যাশিয়ারকে অবাক করেন। চেকটি ভাইরাল হয়, যদিও এর সত্যতা নিশ্চিত নয়। ভিডিওটি ইনস্টাগ্রামে ১৩ হাজারের বেশি বার দেখা হয়েছে।
advertisement
1/9
ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, 'চেক' এগিয়ে ধরতেই...! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
ব্যাঙ্কের ভেতরে সব কিছু স্বাভাবিক ছিল, ক্যাশ কাউন্টারে লম্বা লাইন, কেউ টাকা জমা দিচ্ছেন, কেউ তুলছেন। কিন্তু হঠাৎই এক মহিলা কাউন্টারের সামনে দাঁড়িয়ে চেক কাটলেন, আর পরের মুহূর্তেই ক্যাশিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল! এ কী! চেকে কী লেখা?
advertisement
2/9
আশপাশের সবাই অবাক হয়ে দেখলেন, ক্যাশিয়ার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কিছুক্ষণ পর ধপ করে চেয়ারে বসে পড়লেন তিনি। ঠিক কী ঘটেছিল? কী এমন লেখা ছিল সেই মহিলার চেকে?
advertisement
3/9
শনিবার অর্থমন্ত্রী সাধারণ বাজেট (বাজেট ২০২৫) পেশ করেছেন, যা অনেক মানুষকে খুশি করেছে। কিন্তু বাজেট এবং এতে উল্লেখিত বিষয়গুলো অনেক সাধারণ মানুষের বোঝার বাইরে থেকে যায়। টাকা-পয়সার ব্যাপারে সবাই দক্ষ নয়, কারণ এতে অনেক টেকনিক্যাল বিষয়ও থাকে। ব্যাঙ্কের কাজও অনেকটা তেমনই।
advertisement
4/9
চেক পূরণ করা (ব্যাঙ্ক চেক ভাইরাল ভিডিও) হোক বা ডিপোজিট স্লিপ লেখা, মানুষকে প্রায়ই অন্যের সাহায্য নিতে হয়। অনেক সময় মানুষ ভুলভাবে চেক পূরণ করে ফেলে, যার ফলে তারা হাস্যকর পরিস্থিতিতে পড়ে যায়। সম্প্রতি এমনই একটি চেকের ছবি ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা এমন কিছু লিখেছেন যা দেখে ব্যাঙ্কের ক্যাশিয়ার ফাঁপরে পড়েন। এও সম্ভব?
advertisement
5/9
চেকটি পূরণ করা মহিলার নাম সঙ্গীতা। তিনি চেকটি এতটাই ভুলভাবে লিখেছেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে টাকার পরিমাণ শব্দে লেখা উচিত ছিল, সেখানে তিনি অদ্ভুত কিছু লিখেছেন। চেকের তারিখ লেখা রয়েছে ডিসেম্বর ২০২৪।
advertisement
6/9
সঙ্গীতা চেকে অদ্ভুত জিনিস লিখেছেন! ছবিতে দেখা যাচ্ছে, যেখানে নাম লেখা দরকার ছিল, সেখানে সঙ্গীতা লিখেছেন। আর যেখানে টাকার অঙ্ক শব্দে লেখা প্রয়োজন ছিল, সেখানে তিনি লিখেছেন— "ব্যাঙ্কে যা কিছু আছে!" যেখানে সংখ্যায় টাকার অঙ্ক লেখার কথা ছিল, সেখানেও শব্দে লিখেছেন— "ব্যাঙ্কের সব টাকা।"
advertisement
7/9
 চেকটি বাস্তব বলে মনে হচ্ছে, কারণ এতে অ্যাকাউন্ট নম্বরও দৃশ্যমান। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— "সঙ্গীতা কী করল! সে পুরো ব্যাঙ্কটাই খালি করে দিল!"
advertisement
8/9
যদিও এটি একটি ভাইরাল পোস্ট, এটি আসল নাও হতে পারে। তাই News18 বাংলা এর সত্যতা নিশ্চিত করে না। সম্প্রতি, একটি আইডিবিআই ব্যাঙ্কের চেক (IDBI মজার চেক ভিডিও) ইনস্টাগ্রামে @smartprem19 অ্যাকাউন্ট থেকে ভিডিও হিসেবে পোস্ট করা হয়েছে।
advertisement
9/9
এই ভিডিওটি এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি বার দেখা হয়েছে, তবে এখনো কেউ মন্তব্য করেনি। এমন ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে মানুষ চেক বা ডিপোজিট স্লিপে আজব জিনিস লিখে ফেলে। এরপর এসব ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেও আমরা এমনই এক ডিপোজিট স্লিপ সম্পর্কে জানিয়েছিলাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, 'চেক' এগিয়ে ধরতেই...ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল