Viral News: স্বামী নয়, অন্য পুরুষের সন্তানের জন্ম দিলেন মহিলা...তাজ্জব চিকিৎসকেরা, গোটা ঘটনায় শোরগোল! তারপর?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অর্থাৎ, অন্য পুরুষের সন্তানই ধারণ করতে হয় কিয়ারা এবং করিনার চরিত্রগুলিকে৷ বাস্তবেও ঘটেছে খানিকটা তাই৷
advertisement
1/10

যা ঘটে তাই-ই কোনও না কোনও ভাবে ফিরে আসে রুপোলি পর্দায়৷ একথা তো আমরা প্রায়ই দেখে থাকি তাই না? এবার ঘটল উল্টো৷ সিনেমার পর্দায় দেখা ঘটনা যেন ফিরে এল বাস্তবে৷ আর তাতেই বেঁধে গেল হূলস্থূল কাণ্ড৷
advertisement
2/10
২০১৯ এ করিনা কপূর, অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি অবশ্য কবে সিনেমা হলে এসেছে আর কবে চলে গিয়েছে, তা বেশির ভাগ মানুষই বুঝতে পারেননি৷ কারণ বিষয়ের অভিনবত্বে সিনেমাটা সময়ের কিছুটা আগেই বানানো হয়েছিল৷ এবার সেই সিনেমার ঘটনাই ঘটতে দেখা গেল বাস্তবে৷
advertisement
3/10
সিনেমায় দেখা গিয়েছিল নাম এক থাকার দরুন একটি IVF সংস্থা অক্ষয়ের শুক্রাণু তাঁর স্ত্রী করিনা কপূরের ডিম্বাণুতে ঢোকানোর বদলে ঢুকিয়ে দেয় কিয়ারা আডবাণীর চরিত্রের ডিম্বাণুতে৷ আর করিনার চরিত্রের ক্ষেত্রে ঘটে যায় উল্টোটা৷
advertisement
4/10
অর্থাৎ, অন্য পুরুষের সন্তানই ধারণ করতে হয় কিয়ারা এবং করিনার চরিত্রগুলিকে৷ বাস্তবেও ঘটেছে খানিকটা তাই৷
advertisement
5/10
পরবর্তী সময়ে সন্তানধারণ করার জন্য অনেক দম্পতিই এখন তাঁদের IVF পদ্ধতিতে অর্থাৎ, ল্যাবরেটরিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে তৈরি ভ্রূণ সংরক্ষণ করে রাখেন ফ্রিজারে৷
advertisement
6/10
সেক্ষেত্রে, সেই ভ্রূণ পরে ফ্রিজার থেকে বের করে তাকে ‘থয়িং’ করে চিকিৎসক তা সংশ্লিষ্ট মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করে থাকেন৷
advertisement
7/10
কিন্তু, সম্প্রতি কুইন্সল্যান্ডের ব্রিসবেনের একটি সংস্থার ভুলে অন্য একজনের ভ্রূণ প্রতিস্থাপিত হয়ে যায় এক মহিলার গর্ভে৷ সন্তান জন্ম নেওয়ার পরে দেখা যায়, এটি তাঁদের সন্তানই ছিল না৷ অন্য কারও সন্তান৷
advertisement
8/10
বিবৃতিতে, ওই IVF সংস্থা মোনাশ আইভিএফের সিইও মাইকেল ন্যাপ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন৷ জানিয়েছেন, অন্য রোগীর ভ্রূণটি ভুলভাবে প্রস্তুত করা হয়েছিল এবং ভুল বাবা-মায়ের কাছে স্থানান্তরিত করা হয়েছিল, যার ফলে একটি সন্তানের জন্ম হয়েছে। তাঁর দাবি, এটি একটি দুর্ঘটনা৷ এমনটা আগে কখনও হয়নি৷
advertisement
9/10
কোম্পানিটি আরও জানিয়েছে যে ভুলটি ধরা পড়ার পরপরই তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে ক্ষমা চেয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান শুরু করেছেন। ঘটনাটি প্রজনন প্রযুক্তি স্বীকৃতি কমিটি সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রকদের কাছে রিপোর্ট করা হয়েছে। ইতিমধ্যে, জড়িত দম্পতিদের নাম বা শিশুর হেফাজত এবং জন্ম তারিখ সহ অন্যান্য বিবরণ গোপন রাখা হয়েছে।
advertisement
10/10
ঘটনাটি ঘটেছে কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনের মোনাশ আইভিএফ-এ, যেখানে আইন অনুসারে জন্মদাতা মা এবং তার সঙ্গীকে সন্তানের বৈধ পিতামাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জেনেটিক পিতামাতারা তাদের ভ্রূণ ব্যবহারের ব্যাপারে কখনও সম্মতি দেননি বলে পরিস্থিতি আইনি মোড় নেয় কিনা, তা এখনও দেখা যায়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: স্বামী নয়, অন্য পুরুষের সন্তানের জন্ম দিলেন মহিলা...তাজ্জব চিকিৎসকেরা, গোটা ঘটনায় শোরগোল! তারপর?