স্বামীর অনুরোধ শুনলেন না স্ত্রী! সম্পর্ক ছেদ! দাম্পত্যে ইতি...কেবল ChatGPT-র 'এক' কথায়! কী বলেছে AI?
- Published by:Tias Banerjee
Last Updated:
Husband Wife: চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণীর উপর ভরসা করে স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত মহিলার। কী ভাবে প্রমাণিত হল স্বামীর 'কীর্তি'? জানলে চমকাবেন।
advertisement
1/10

ChatGPT ভুল করতেই পারে না! চ্যাটজিপিটির কথায় বিশ্বাস করে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন স্ত্রী! 'বিশ্বাসঘাতক' বলে এআইয়ের অভিযোগে ভেঙে গেল বিয়ে। স্বামী কতবার বোঝালেন এ তো সম্পূর্ণ ভুল! স্ত্রী কিছুতেই শুনলেন না তাঁর কথা। (Representative Image: AI)
advertisement
2/10
প্রথাগতভাবে আমরা নিজের কাজ নিজেরাই করতাম, কিন্তু এখন শারীরিক ও মানসিক—দুই ধরণের কাজেই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে মানুষ। তারই এক চূড়ান্ত নজির তৈরি হল সম্প্রতি। (Representative Image: AI)
advertisement
3/10
এই অদ্ভুত ঘটনাটি প্রথমে সামনে আসে গ্রিসের এক জনপ্রিয় টিভি শো 'To Proino'-তে, যেখানে এক ব্যক্তি জানান কীভাবে তাঁর স্ত্রী চ্যাটজিপিটির উপরে ভরসা করে সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। (Representative Image: AI)
advertisement
4/10
প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ট্রেন্ডে অংশ নেন। সেখানে বলা হয়, কফির পাত্রে পড়ে থাকা দাগ দেখে ভবিষ্যৎ বলবে চ্যাটজিপিটি। স্ত্রী একদিন নিজের ও স্বামীর জন্য কফি বানান, তারপর সেই কফির গাঁটগুলির ছবি তুলে পাঠিয়ে দেন চ্যাটজিপিটিতে। (Representative Image: AI)
advertisement
5/10
চ্যাটজিপিটির "বিশ্লেষণ" অনুযায়ী, তাঁর স্বামী পরকীয়ায় লিপ্ত এবং সম্ভবত একজন ‘E’ অক্ষরে নাম শুরু হওয়া নারীর সঙ্গে সম্পর্কে জড়াবেন। এমনকি চ্যাটবট জানায়, পুরুষটি ইতিমধ্যেই মানসিকভাবে অন্য মহিলার দিকে ঝুঁকে পড়েছেন। (Representative Image: AI)
advertisement
6/10
এরপরই স্ত্রী স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। স্বামীকে বাড়ি ছাড়তে বলেন, সন্তানদের জানান যে তাঁরা বিচ্ছেদের পথে চলেছেন এবং আইনজীবীর সাহায্যে ডিভোর্সের নথি প্রস্তুত করতে শুরু করেন। (Representative Image: AI)
advertisement
7/10
পুরো ঘটনাটিকে "হাস্যকর ও হৃদয়বিদারক" বলে দাবি করেছেন স্বামী। তাঁর কথায়, “আমি কোনওদিন বিশ্বাসঘাতকতা করিনি। শুধুমাত্র এক এআই চ্যাটবটের কল্পনার উপর ভরসা করে আমার স্ত্রী আমাকে দূরে ঠেলে দিলেন।” (Representative Image: AI)
advertisement
8/10
এখন এই দম্পতির মধ্যে আইনি লড়াই চলছে। স্বামীর আইনজীবীরা আদালতে যুক্তি দিচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভবিষ্যদ্বাণী আইনি ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের প্রমাণ হিসেবে গৃহীত হতে পারে না। (Representative Image: AI)
advertisement
9/10
এই ঘটনার জেরে গ্রিসজুড়ে আলোড়ন পড়েছে। ঐতিহ্যবাহী কফি পড়া (Tasseography) চর্চাকারীরা বলছেন, শুধুমাত্র কফির গাঁট নয়, ফেনা এবং কাপের তলাও বিচার করা হয় ভবিষ্যৎ বলার সময়। যেটি কোনওভাবেই কোনও এআই সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে পারে না। (Representative Image: AI)
advertisement
10/10
এই অদ্ভুত ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি নির্ভরতা বাড়লেও আমাদের উচিত, যুক্তি ও বাস্তব বিবেচনার ক্ষমতা হারিয়ে না ফেলা। সব সময় এআই যে সত্য বলবেই, এমনটা নয় — আর জীবনঘনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের বিচক্ষণতা এখনও অপরিহার্য। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
স্বামীর অনুরোধ শুনলেন না স্ত্রী! সম্পর্ক ছেদ! দাম্পত্যে ইতি...কেবল ChatGPT-র 'এক' কথায়! কী বলেছে AI?