Perfume For Dogs: কুকুরের জন্য পারফিউম! শুনেছেন কখনও? কী কাণ্ড করেছেন এই মহিলা!
- Published by:Suman Majumder
Last Updated:
Woman Creates Perfume for Dogs: শুধু মানুষই কেন সুগন্ধী ব্যবহার করবে! কুকুরদের অধিকার থাকবে না!
advertisement
1/6

স্রেফ মানুষই পারফিউম ব্যাবহার করবে! কুকুরদের কোনও অধিকার নেই সুগন্ধী ব্যবহারের! এই ভাবনা থেকেই দারুন একখানা কাণ্ড করে ফেলেছেন কেটি রেম নামের এক মহিলা।
advertisement
2/6
কেটি রেম (Katy Rehm) নামের এই মহিলা কুকুরদের জন্য পারফিউম প্রস্তুত করেছেন।
advertisement
3/6
কেটি ডগ গ্রুমার হিসাবে কাজ করেন। ২০১৫ সাল থেকে কুকুরের জন্য পারফিউম বানানোর প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
advertisement
4/6
কুকুরদের জন্য ২০ ধরণের পারফিউম বানিয়েছেন তিনি। কোনওটার নাম বার্ক জেকব, কোনওটার ডগ ইন মিলিয়ন। এমনই অনেক নাম।
advertisement
5/6
এই ব্রিটিশ মহিলা The Pawfume Shop নামে একটি শপ খুলে ফেলেছেন. এখন কুকুরদের জন্য বানানো তাঁর সুগন্ধী বেশ জনপ্রিয়।
advertisement
6/6
কেটির দাবি, তাঁর বানানো সুগন্ধীতে অ্যালোভেরা, ল্যাভেন্ডার, চেমোমিল অয়েল থাকে। তিন দিন ধরে কুকুরদের শরীরে সুগন্ধ থাকবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Perfume For Dogs: কুকুরের জন্য পারফিউম! শুনেছেন কখনও? কী কাণ্ড করেছেন এই মহিলা!