মারাত্মক ভুল ! শুধরে নিন নিজেকে, এই উপকরণে মোটেই নয় লক্ষ্মীপুজো . . .
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

বাঙালির চিরন্তন আদর্শের দুই চরিত্র লক্ষ্মী ও নারায়ণ ৷ পুরাণে উল্লেখ আছে, পরিবারে মেয়ে জন্মালে মা লক্ষ্মী ও ছেলে জন্মালে নারায়ণের সঙ্গে তুলনা করে থাকেন সবাই ৷
advertisement
2/8
জীবনের বেশির ভাগ সময় জুড়েই আমার চাই সুখ, শান্তি ও সমৃদ্ধি জড়িয়ে থাকুক জীবনে ৷ মা লক্ষ্মীর কৃপায় অর্থ কষ্ট যেন দূর হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
গৃহস্থের মঙ্গলে প্রতি বৃহস্পতিবার যেমন লক্ষ্ণীপুজো করা হয়ে থাকে ঠিক তেমনই তেমন সব থেকে বড়দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোয় যেন মা কে সন্তুষ্ট করা হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে নাড়ু, মোয়া, নানান ফলমূল, মিষ্টি, ফুল, ধানের শিস, ধানের পরিপূর্ণ পাত্র ইত্যাদি দিয়ে মায়ের পুজো করে থাকি ৷
advertisement
5/8
তবে নানান ফুলের মাঝে বেলপাতার সঙ্গে তুলসি পাতা যেন কোনও ভাবেই না থাকে ৷
advertisement
6/8
পুরাণে এও উল্লেখ আছে দেবী তুলসি নাকি মা লক্ষ্মীর সতীন ! একদম দু'জনের বনিবনা নেই ৷ তাই মা লক্ষ্মীর পায়ে তুলসিপাতা দিয়ে কখনই পুজো হয়না ৷
advertisement
7/8
পুরাণ মতে দেবী তুলসি নারায়ণের অনুরাগী ৷ কঠোর কৃচ্ছসাধন দিয়ে মা তুলসি ভগবান বিষ্ণু বা নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন ৷ সেইদিন থেকেই মা তুলসি ভগবান বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত ৷
advertisement
8/8
নাড়ু, মোয়া আর প্রসাদের আনন্দে কচিকাচাদের ভিড় ৷