Becoming Mother at 74: সঙ্গী নতুন প্রেমিক, ৭৪ বছর বয়সে সন্তানের মা হচ্ছে ‘জ্ঞানবতী’! এই নিয়ে ৩০ বার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Becoming Mother at 74: তার বয়স ৭৪ বছর। সত্তরোর্ধ্ব বয়সে আবার মা হচ্ছে সে।
advertisement
1/7

তার নাম উইজডম। এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখি সে। তার বয়স ৭৪ বছর।
advertisement
2/7
লেজঁ অ্যালব্যাট্রস প্রজাতির এই পাখি বিস্ময়ের ভান্ডার। সত্তরোর্ধ্ব বয়সে আবার মা হচ্ছে সে। আগামী কিছু মাসেই ডিম ফুটে জন্ম নেবে তার ছানা।
advertisement
3/7
বিজ্ঞানীদের কাছে অপার বিস্ময় প্রবীণা জ্ঞানবতী। গত ২৭ নভেম্বর সে ডিম পেড়েছে প্রশান্ত মহাসাগরের কোলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপ মিডওয়ে অ্যাটল-এর অভয়ারণ্যে।
advertisement
4/7
আমেরিকার ম‍‍‍‍ৎস্য ও বন্যপ্রাণ দফতরের গবেষকদের আশা আগামী ২ মাসে ডিম ফুটে বেরিয়ে আসবে জ্ঞানবতীর ছানারা৷
advertisement
5/7
এই নিয়ে ৩০ বার মা হল এই প্রবীণা পাখি৷ এর আগে ২০২১ সালে শেষ বার সন্তানের জন্ম দিয়েছিল সে৷
advertisement
6/7
আপাতত নতুন প্রেমিককে নিয়ে দিব্যি আছে ৭৪ বছর বয়সি প্রবীণা পক্ষী৷
advertisement
7/7
গবেষকদের বক্তব্য, এই বয়স পর্যন্ত কোনও পাখির জীবিত থাকা এবং ডিম পাড়ার মতো ঘটনা অত্যন্ত বিরল৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Becoming Mother at 74: সঙ্গী নতুন প্রেমিক, ৭৪ বছর বয়সে সন্তানের মা হচ্ছে ‘জ্ঞানবতী’! এই নিয়ে ৩০ বার!