সময় পেরিয়ে গেলেই মৃত্যু নিশ্চিত! কেন র্যাবিস এতটা মারাত্মক? কেন এই রোগের চিকিৎসা খুঁজে পায়নি বিজ্ঞানও!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
র্যাবিসকে বিশ্বের মধ্যে অন্যতম মারাত্মক রোগ হিসাবে ধরা হয়। যদি এই রোগে কেউ আক্রান্ত হয় তবে, সঠিক সময় প্রতিষেধক না দিলেই এই রোগের আর কোনও উপায় থাকে না।
advertisement
1/6

র‍্যাবিসকে বিশ্বের মধ্যে অন্যতম মারাত্মক রোগ হিসাবে ধরা হয়। যদি এই রোগে কেউ আক্রান্ত হয় তবে, সঠিক সময় প্রতিষেধক না দিলেই এই রোগের আর কোনও উপায় থাকে না। বিজ্ঞানও এখনও পর্যন্ত এই রোগের কোনও চিকিৎসা খুঁজে পায়নি বিজ্ঞান।
advertisement
2/6

র‍্যাবিসে আক্রান্ত রোগীরা জলতেষ্টার পাশাপাশি জলাতঙ্কে ভোগেন। এরপরেই পরিবারের মানুষদেরও চিনতে ভুল করতে থাকেন রোগী। একইসঙ্গে ওই সময়েই মুখ থেকে লালা বেরোতে শুরু করে জলাতঙ্কে ভোগা কুকুরের মতন। এই সময়েই রোগী কুকুরের মতন ডাকতে শুরু করে।
advertisement
3/6
কোন ভাইরাসের ফলে র‍্যাবিস হয়?র‍্যাবিস মূলত র‍্যাবিস ইনফেকটেড প্রাণীর থেকে মানুষের মধ্যে ছড়ায়। ল্যাসা ভাইরাস রাবডোভিরিডা গোত্রের। যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে আক্রমণ করে।
advertisement
4/6
কীভাবে ভাইরাস ক্ষতি করে?ভাইরাস শরীরের নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে রক্তকণিকা ও নিউরোমাস্কুলাতে আক্রমণ করে। প্রথমে শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও ভাইরাসকে প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু, তারপরে নার্ভাস সিস্টেম ভেঙে পড়ে।
advertisement
5/6
প্রথমে, এই ভাইরাস ব্রেন সেল ধ্বংস করতে শুরু করে। এরপরেই ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গগুলিকে অকেজো করতে শুরু করে দেয়।
advertisement
6/6
কেন র‍্যাবিসের কোনও চিকিৎসা নেই?এই নিউরোলজিক্যাল রোগের কোনও চিকিৎসা পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা গবেষণা করেও র‍্যাবিসের চিকিৎসা খুঁজে পাননি। শুধুমাত্র র‍্যাবিসের একমাত্র চিকিৎসা হল প্রতিষেধক। যদি কোনও প্রাণী কামড় বসায়। এইক্ষেত্রে অ্যান্টি রাবিস ভাইরাস প্রতিষেধক নেওয়াই একমাত্র সুরক্ষা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সময় পেরিয়ে গেলেই মৃত্যু নিশ্চিত! কেন র্যাবিস এতটা মারাত্মক? কেন এই রোগের চিকিৎসা খুঁজে পায়নি বিজ্ঞানও!