Public Toilet: পাবলিক টয়লেটে দরজা আর মেঝের মাঝে ফাঁক থাকে কেন বলুন তো? রয়েছে বড় কারণ! জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Public Toilet: পাবলিক টয়লেটের একটি ব্যাপার লক্ষ্য করেছেন কি? প্রত্যেক পাবলিক টয়লেটেরই দরজা এবং মেঝের মধ্যে খানিকটা ফাঁক থাকে। জানেন কেন এমন হয়
advertisement
1/8

কখনও না কখনও প্রায় প্রত‍্যেককেই ব‍্যবহার করতে হয়েছে পাবলিক টয়লেট। রাস্তার বাথরুম ব‍্যবহার করতে গিয়ে যতই নাক সিঁটকান না কেন, প্রয়োজনে ব‍্যবহার করতেই হয়। কিন্তু পাবলিক টয়লেটের একটি ব‍্যাপার লক্ষ‍্য করেছেন কি? প্রত‍্যেক পাবলিক টয়লেটেরই দরজা এবং মেঝের মধ‍্যে খানিকটা ফাঁক থাকে। জানেন কেন এমন হয়?
advertisement
2/8
বাড়ির বাথরুম সকলেরই প্রিয়। তবে কখনও বেড়াতে গিয়ে বা রাস্তাঘাটে চলাফেরার সময় মাঝেমধ‍্যে মোটামুটি সকলকেই ব‍্যবহার করতে হয় রাস্তার সুলভ শৌচাগার।
advertisement
3/8
কিন্তু প্রায় প্রতিটি রাস্তার টয়লেটেরই একটি বিষয় লক্ষ‍্য করা যায়। প্রত‍্যেক পাবলিক টয়লেটেরই দরজা এবং মেঝের মধ‍্যে খানিকটা ফাঁক থাকে। কখনও ভেবে দেখেছেন কেন এমন করা থাকে?
advertisement
4/8
বাড়ির টয়লেটে কখনওই নীচে কোনও ফাঁক থাকে না। তাহলে রাস্তার টয়লেটে কেন থাকে? টয়লেটের দরজা রাখার কারণ হল ব‍্যক্তিকে শৌচক্রিয়ার সময় গোপণীয়তা প্রদান করা। তাহলে ফাঁক রাখার কী দরকার?
advertisement
5/8
অনেকে মনে করেন টয়লেট পরিষ্কার করার জন‍্য দরজা এবং মেঝের মধ‍্যে ফাঁক করা থাকে। এটি একটি কারণ হলেই এর পেছনে রয়েছে একটি বড় কারণ।
advertisement
6/8
দরজায় থাকা এই ফাঁকের কারণে পাবলিক টয়লেট পরিষ্কারে সুবিধা হয় নিশ্চিতভাবেই। সেইসঙ্গে টয়লেটের দুর্গন্ধ দূর করতেও সাহায‍্য করে এই ফাঁক। তবে আরও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
advertisement
7/8
টয়লেট ব্যবহারকারী ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দরজাগুলো এভাবে উঁচু করে রাখলে তাকে সহজেই বের করে দেওয়া যায়। এ ধরনের টয়লেটে কেউ ধূমপান করলেও ধরা পড়ে।
advertisement
8/8
টয়লেটের উঁচু দরজা থাকার আরেকটি সুবিধা আছে। কেউ বাইরে থেকে তালা দিলে বা কোনও দুর্ঘটনা ঘটলে দরজা খুলে ফেলা সহজ। এসব কারণে পাবলিক টয়লেটে দরজা ও মেঝের মধ্যে ফাঁক রাখা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Public Toilet: পাবলিক টয়লেটে দরজা আর মেঝের মাঝে ফাঁক থাকে কেন বলুন তো? রয়েছে বড় কারণ! জানলে মাথা ঘুরে যাবে