অফিস হোক বা শপিং মল, টয়লেট গেলে দরজার তলা দিয়ে পা দেখা যায় কেন জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনি যখনই কোনও শপিং মল কিংবা কোনও সিনেমা হল, অফিস কমপ্লেক্স কিংবা কোনও হাসপাতালের পাবকিল টয়লেটে প্রবেশ করবেন তখনই একটা কৌতূহলজনক বিষয় চোখে পড়বে। দরজাগুলো পূর্ণ দৈর্ঘ্যের হয় না।
advertisement
1/5

আপনি যখনই কোনও শপিং মল কিংবা কোনও সিনেমা হল, অফিস কমপ্লেক্স কিংবা কোনও হাসপাতালের পাবকিল টয়লেটে প্রবেশ করবেন তখনই একটা কৌতূহলজনক বিষয় চোখে পড়বে। দরজাগুলো পূর্ণ দৈর্ঘ্যের হয় না।
advertisement
2/5
বাড়ি বা হোটেল রুমের মেঝে থেকে অনেক উপরেই শেষ হয়ে যায়। অনেক সময় নিচে স্পষ্ট একটি ফাঁকও দেখা যায়। এটা প্রায় সবাই দেখে, কিন্তু খুব কম মানুষই ভাবেন এর কারণ কী। তাহলে কেন এমন?
advertisement
3/5
পরিষ্কারের সুবিধার জন্যযেসব জায়গায় অনেক মানুষ চলাচল করেন, সেসব পাবলিক টয়লেট দিনে অনেকবার পরিষ্কার করতে হয়। দরজার নিচে ফাঁক থাকলে সাফাইকর্মীদের দরজা খুলতে হয় না। জল ও ময়লাও সহজেই বাইরে বের করে দেওয়া যায়। এই ব্যবস্থা অনেক বেশি স্বাস্থকর।
advertisement
4/5
জরুরি অবস্থার জন্যযদি কেউ টয়লেটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বা অজ্ঞান হয়ে যান তাহলে নিচের ফাঁক দিয়ে সহজে দেখা যায়। যদি দরজা লক হয়ে যায় তাহলে সহজেই যে কেউ বেরিয়ে আসতে পারবেন।
advertisement
5/5
খরচ ও রক্ষণাবেক্ষণের সুবিধাপূর্ণ দৈর্ঘ্যের দরজা তৈরি ও বসাতে খরচ অনেক বেশি। টানা ভেজা পরিবেশে তা সহজেই ক্ষতিগ্রস্ত হয়। দরজা মেঝে থেকে কিছুটা উপরে শেষ হয়ে গেলে তা অনেক বেশি টেকসই হয়।