TRENDING:

Indian Railways train tracks: রেল লাইনে কেন পাথর থাকে! অধিকাংশ মানুষই জানেন না আসল কারণ

Last Updated:
Railway tracks: ট্রেনে যাতায়াত করার সময় অনেকেরই নজরে পড়ে ট্রেন লাইনে পাথর থাকার বিষয়টি। গ্রানাইট পাথর ট্রেন লাইনের অবিচ্ছেদ্য অঙ্গ।
advertisement
1/5
রেল লাইনে কেন পাথর থাকে! অধিকাংশ মানুষই জানেন না আসল কারণ
ট্রেনে যাতায়াত করার সময় অনেকেরই নজরে পড়ে ট্রেন লাইনে পাথর থাকার বিষয়টি। গ্রানাইট পাথর ট্রেন লাইনের অবিচ্ছেদ্য অঙ্গ।
advertisement
2/5
এই পাথরগুলিতে ব্যালাস্ট বলে। ট্রেন লাইনকে সঠিক জায়গায় থাকতে করে এই ট্র্যাক। দুটো ট্রেনলাইন সাধারণত স্লিপারের সাহায্যে জুড়ে থাকে।
advertisement
3/5
পাথরগুলি রাখার ফলে স্লিপার-সহ রেললাইনটি সঠিক জায়গায় থাকে। স্লিপারের যেখানে লাইন দুটোকে সমান্তরালে থাকতে সাহায্য করে, সেখানে ভারী পাথরগুলি ট্রেন লাইনে ছড়িয়ে থাকার ফলে লাইনগুলি সঠিক জায়গায় থাকে।
advertisement
4/5
আগে ট্রেন লাইনে স্লিপার হিসাবে ব্যবহৃত হত কাঠ, এখন কংক্রিটের স্লিপার ব্যবহার করা হয়।
advertisement
5/5
তবে যে কোনও পাথর ট্রেন লাইনে রাখা যায়। এমন ধরনের পাথর লাইনে রাখতে হবে যা সহজে সরে যায় না। রেল লাইনে ব্যালাস্ট রাখার অন্য একটি সুবিধা হল জল সহজে জমে না ব্যালাস্ট থাকলে। সহজেই জল নীচে চলে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways train tracks: রেল লাইনে কেন পাথর থাকে! অধিকাংশ মানুষই জানেন না আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল