TRENDING:

Why There Are Mirrors In Lift?: লিফট-এ আয়না থাকে তা সবার জানা, কিন্তু কেন থাকে? আসল কারণটা জানলে বিশ্বাস-ই হবে না

Last Updated:
ইদানীংকালের সব লিফট-এই আয়না লাগানো থাকে। তা সে আবাসনের লিফট হোক বা অফিসের! প্রথম জাপানেই লিফটে আয়না লাগানো শুরু হয়,পরে তা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হল, লিফট-এ কেন আয়না লাগানো থাকে?
advertisement
1/6
লিফট-এ আয়না কেন থাকে? আসল কারণটা জানলে বিশ্বাস-ই হবে না
পুরনো দিনের লিফট বাদ দিলে, ইদানীংকালের সব লিফট-এই আয়না লাগানো থাকে। তা সে আবাসনের লিফট হোক বা অফিসের! প্রথম জাপানেই লিফটে আয়না লাগানো শুরু হয়,পরে তা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হল, লিফট-এ কেন আয়না লাগানো থাকে?
advertisement
2/6
অনেকেই হয়তো ভাববেন, গন্তব্যে পৌঁছনোর আগে ঝটিকায় নিজেকে দেখে নেওয়া, পোশাক -সাজগোজ ঠিক আছে কী না, চোখ বুলিয়ে নেওয়ার জন্যই লিফট-এ আয়না লাগানো হয়। এটা একটা কারণ অবশ্যই, কিন্তু মূল কারণ নয় মোটেও। আর যে-যে গুরুত্বপূর্ণ কারণে লিফট-এ আয়না লাগানো থাকে, তা জানলে চমকে যাবেন!
advertisement
3/6
লিফটে আয়না লাগানোর একটি বড় কারণ হল নিরাপত্তা নিশ্চিত করা। আপনি দেখতে পাচ্ছেন লিফট-এ থাকা বাকি লোকেরা কী করছেন। কাজেই পিছন থেকে কেউ আপনাকে আক্রমণ করার চেষ্টা করলে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন, আততায়ীকে শনাক্তও করা সম্ভব। পাশাপাশি লিফটে অপরাধমূলক কাজের সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনি আয়না দিয়ে দেখতে পাবেন, আপনার পিছনের মানুষেরা কী করছে!
advertisement
4/6
লিফট ছোট, বদ্ধ জায়গা, হাওয়া চলাচল নেই। তাই সেখানে দমবন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্টের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকে আবার লিফট-এ উঠে ভয় পান। কার-ও হাত-পা ঘেমে যায়, হার্টবিট বেড়ে যায়। লিফট-এ আয়না থাকলে লিফট অনেকটা বড় মনে হয়, ফলে কিছুটা হলেও মানসিকভাবে স্বস্তি অনুভব করেন অনেকে।
advertisement
5/6
লিফট-এ কিছুই করার থাকে না, অনেকেই ধৈর্য হারান। আয়না থাকলে মানুষরে মনোযোগ অন্য দিকে সরে যায়, নিজের দিকে বা আশপাশে থাকা মানুষের দিকে নজর যায়।
advertisement
6/6
যদি কেউ হুইলচেয়ারে লিফট-এ ওঠেন, সেক্ষেত্রে চারপাশে আয়না লাগানো থাকলে তিনি সহজেই নিজের অবস্থান ঠিক করতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why There Are Mirrors In Lift?: লিফট-এ আয়না থাকে তা সবার জানা, কিন্তু কেন থাকে? আসল কারণটা জানলে বিশ্বাস-ই হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল