Haunted Mobile Number: একটি মোবাইল নম্বর! যারাই ব্যবহার করত তাদেরই চলে যেত প্রাণ... কী ছিল সেই ভূতুড়ে ফোন নম্বরটি? রাতের ঘুম কেড়ে নেবে সেই গল্প
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Haunted Mobile Number: এর পরে ওই নম্বর বুলগেরিয়ান মাফিয়া কনস্ট্যান্টিন দিমিত্রভের কাছে পৌঁছয়। দিমিত্রভ য়খন নেদারল্যান্ডে তাঁর বহু-বিলিয়ন মাদক ব্যবসা পরিদর্শন করতে যান, তখন কেউ তাঁকে হত্যা করে। বয়স ছিল মাত্র ৩১ বছর। ওই সময় তাঁর কাছে ফোন নম্বরটি পাওয়া যায়। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি তার মডেল বান্ধবীর সঙ্গে ডিনার করছিলেন।
advertisement
1/6

বর্তমান সময়ে মোবাইল ফোন থাকা খুবই সাধারণ ব্যাপার। শিশু থেকে বৃদ্ধ সবার হাতেই আজ মোবাইল ফোন। কিন্তু আপনি কি কখনও শুনেছেন যে একটি ফোন নম্বরের কারণে কেউ প্রাণ হারিয়েছেন? মানুষ তো তার কী নম্বর তাও চিন্তা করে না, তারা কেবল এটি ব্যবহার করে। কিন্তু কয়েক বছর আগে একটি ফোন নম্বর আলোচনায় উঠে আসে, যেটিকে ভূতের নম্বর বলে দাবি করা হয়। ভুতুড়ে ফোন নম্বর বলা হয় কারণ যে এই নম্বরটি ব্যবহার করেছিল সে তার জীবন হারিয়েছে। এই কারণে নম্বরটিকে বন্ধ করে দেওয়া হয়।
advertisement
2/6
ডেইলি মেইল নিউজ ওয়েবসাইটের ২০১০ সালের প্রতিবেদন অনুসারে, বুলগেরিয়াতে একটি মোবাইল ফোন কোম্পানি ছিল। যার নাম ছিল মোবিটেল। এই কোম্পানি একটি ফোন নম্বর জারি করেছিল।
advertisement
3/6
এই ফোন নম্বরটি প্রথম ব্যবহার করেছিলেন কোম্পানির সিইও ভ্লাদিমির গ্রাসনভ। কিন্তু ৪৮ বছর বয়সে ক্যান্সারে তিনি মারা যান। তাঁর কোনও শত্রুতা না থাকলেও আলোচনা শুরু হয় তাঁর এক ব্যবসায়ী শত্রু তাঁকে তেজস্ক্রিয় পদার্থ খাইয়ে তাঁর হত্যা করে।
advertisement
4/6
এর পরে সংখ্যাটি বুলগেরিয়ান মাফিয়া কনস্ট্যান্টিন দিমিত্রভের কাছে পৌঁছয়। যখন দিমিত্রভ নেদারল্যান্ডে তাঁর বহু-বিলিয়ন মাদক ব্যবসা পরিদর্শন করতে গিয়েছিলেন, তখন কেউ তাঁকে হত্যা করে। বয়স ছিল মাত্র ৩১ বছর। ওই সময় তার কাছে ওই ফোন নম্বর পাওয়া যায়। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি তার মডেল বান্ধবীর সঙ্গে ডিনার করছিলেন।
advertisement
5/6
তাঁর কাছ থেকে সেই ফোন নম্বরটি এক ব্যবসায়ী কনস্ট্যান্টিন দিশলিভের কাছে পৌঁছেছিল। ২০০৫ সালে বুলগেরিয়ার সোফিয়া শহরের একটি ভারতীয় রেস্তরাঁর বাইরে তাঁকে গুলি করা হয়। তিনি কোকেন ক্রয়-বিক্রয় করতেন।
advertisement
6/6
নম্বরটি ২০১০ সালের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। এই নম্বরটি ছিল +359 888 888 888। +359 হল বুলগেরিয়ার কান্ট্রি কোড৷ নম্বরটি নিয়ে মোবাইল কোম্পানির সঙ্গে কথা বললে তাঁরা এ ধরনের কোনও আলোচনা করতে অস্বীকার করেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Haunted Mobile Number: একটি মোবাইল নম্বর! যারাই ব্যবহার করত তাদেরই চলে যেত প্রাণ... কী ছিল সেই ভূতুড়ে ফোন নম্বরটি? রাতের ঘুম কেড়ে নেবে সেই গল্প