TRENDING:

নাম স্নেক প্ল্যান্ট! সাপের জন্য নয়, এই গাছ বাড়িতে রাখতে হয় অন্য কারণে

Last Updated:
Why Snake Plant Planted in House: স্নেক প্ল্যান্টের সঙ্গে সাপের কী সম্পর্ক! বাড়ির কোথায় এই গাছ থাকা ভাল!
advertisement
1/5
নাম স্নেক প্ল্যান্ট! সাপের জন্য নয়, এই গাছ বাড়িতে রাখতে হয় অন্য কারণে
'স্নেক প্ল্যান্ট' বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। এটি দেখতে খুব সুন্দর। কিন্তু অনেকেই মনে করেন, সাপের সাথে স্নেক প্ল্যান্টের অবশ্যই কিছু সম্পর্ক আছে। তাই এই গাছটিকে স্নেক প্ল্যান্ট বলা হয়!
advertisement
2/5
এই গাছের পাতার আকৃতি এবং ধারালো প্রান্ত দেখতে অনেকটা সাপের মতো। এই কারণে গাছটিকে স্নেক প্ল্যান্ট বলা হয়। কিন্তু সাপের সঙ্গে এই উদ্ভিদের কোনো সম্পর্ক নেই।
advertisement
3/5
এই গাছের আসল নাম dracaena trifasciata. বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকা ভাল।
advertisement
4/5
এই গাছ বাড়িতে রাখলে খুব বেশি পরিশ্রম করতে হয় না। এই গাছের জন্য খবু কম জল ও সূর্যালোকের প্রয়োজন হয়।
advertisement
5/5
বছরের যে কোনও সময় স্নেক প্ল্যান্ট বাড়িতে লাগানো যায়। এই গাছের পাতা থেকেও নতুন গাছ হয়। এতে এক মাস মতো সময় লাগতে পারে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে এই গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নাম স্নেক প্ল্যান্ট! সাপের জন্য নয়, এই গাছ বাড়িতে রাখতে হয় অন্য কারণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল