TRENDING:

Knowledge Story: পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক! কেন এমন ভাবে কাটা থাকে জানেন? নেপথ্যে বড় কারণ

Last Updated:
Knowledge Story: কোনও সিনেমা হল, শপিং মল, হাসপাতাল বা পাবলিক টয়লেটে গেলে একটি জিনিস লক্ষ্য যায়। সেটি হল টয়লেটের দরজা ছোট। সেটি উপরে এবং নীচে কিছুটা খোলা। কারণটা জেনে নেওয়া যাক।
advertisement
1/6
পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক! কেন এমন ভাবে কাটা থাকে জানেন? নেপথ্যে বড় কারণ
কোনও সিনেমা হল, শপিং মল, হাসপাতাল বা পাবলিক টয়লেটে গেলে একটি জিনিস লক্ষ্য যায়। সেটি হল টয়লেটের দরজা ছোট। সেটি উপরে এবং নীচে কিছুটা খোলা। তবে বাড়িতে বা হোটেলের টয়লেটের দরজা তেমন হয় না। কিন্তু সিনেমা হল বা মলে ক্ষেত্রে তা এক রকম নয় কেন? কারণটা জেনে নেওয়া যাক।
advertisement
2/6
পাবলিক টয়লেট যেমন শপিং মল, সিনেমা হল, হাসপাতালের টয়লেটে পুরো দরজা থাকে না। মেঝের দিকে নীচের অংশটি ছোট হয়। যার ফলে টয়লেটের ভিতরের খানিক অংশ দেখা যায়।
advertisement
3/6
একটি পাবলিক টয়লেটের নীচে এই ফাঁকা অংশটি হয় পরিষ্কার করার সুবিধার্থে। যাতে জল বা ময়লা টয়লেটে না ঢুকেই নিচ থেকে পরিষ্কার করা যায়।
advertisement
4/6
নীচের অংশ বন্ধ না থাকায় টয়লেটের দুর্গন্ধও দ্রুত বার হয়ে যায়।
advertisement
5/6
টয়লেটের ভিতরে থাকা ব্যক্তির হঠাৎ কোনও শারীরিক সমস্যা হলে বা কোনও কারণে পড়ে গেলে নীচের অংশ দিয়ে দেখা যাবে। দরজা পুরোপুরি বন্ধ থাকলে ভিতরে কী চলছে, তা জানা অসম্ভব।
advertisement
6/6
দরজাগুলি দিনরাত ক্রমাগত ব্যবহারের ফলে নীচের অংশের ক্ষতি হতে পারে। কিন্তু মেঝে থেকে তা ওঠানো থাকলে ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেই কারণে পাবলিক টয়লেটের দরজা এভাবে তৈরি করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক! কেন এমন ভাবে কাটা থাকে জানেন? নেপথ্যে বড় কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল