মদ কেন কাঁচের গ্লাসে পান করা হয়? কারণটা কী? মদ উৎপাদন হয় কিন্তু স্টিলের পাত্রে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol in Glass reason: আপনি চাইলে স্টিলের গ্লাসে মদ্যপান করতেই পারেন। তাতে কোনও সমস্যা নেই কিন্তু। স্টিলের গ্লাসে মদ ঢাললে সেটির কেমিক্যাল নেচার বা ফ্লেবার-এ কোনও পরিবর্তন হয় না। স্টিলের গ্লাসে মদ্যপান করলে স্বাস্থ্যহানির কোনও সম্ভাবনাও থাকে না।
advertisement
1/7

সারা বিশ্বে যে কোনও জায়গাতেই মদ সার্ভ করা হয় কাঁচের গ্লাসে। কখনও স্টিল বা প্লাস্টিকের গ্লাসে কিন্তু মদ সার্ভ করা হয় না। এর পেছনে রয়েছে বড় কারণ। কখনও ভেবে দেখেছেন, কেন কাঁচের গ্লাসে মদ পান করা হয়!
advertisement
2/7
জানেন কি, মদ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু স্টিলের পাত্রের বড় ভূমিকা রয়েছে। কারণ ফার্মেন্টিং থেকে ফিল্টারিং, এই পুরো প্রক্রিয়ায় অ্যালকোহল রাখা হয় স্টেইনলেস স্টিলের ড্রামে।
advertisement
3/7
আপনি চাইলে স্টিলের গ্লাসে মদ্যপান করতেই পারেন। তাতে কোনও সমস্যা নেই কিন্তু। স্টিলের গ্লাসে মদ ঢাললে সেটির কেমিক্যাল নেচার বা ফ্লেবার-এ কোনও পরিবর্তন হয় না। স্টিলের গ্লাসে মদ্যপান করলে স্বাস্থ্যহানির কোনও সম্ভাবনাও থাকে না।
advertisement
4/7
মদ্যপান ব্যাপারটা আসলে আমেজের। অনেকে মনে করেন, মদ্য়পানে স্ট্রেস কাটে। মদ্যপানে স্বাদগ্রহণের থেকেও আমেজ গ্রহণ ব্যাপারটা গুরুত্বপূর্ণ। ক্লাচের গ্লাসে মদ্যপানে আমেজ ও অনুভূতি জাগে। যা কি না স্টিলের গ্লাসে সম্ভব নয়।
advertisement
5/7
কাঁচের গ্লাসে মদ্যপানে একরকম মনোবিজ্ঞান কাজ করে। কারণ সেক্ষেত্রে মদের পরিমাণ দেখা যায় বাইরে থেকে।
advertisement
6/7
মদ্যপানের পরিমাপ হয় পেগের হিসেবে। এক্ষেত্রে ৬০ মিলি বা ৩০ মিলি হিসেবটা গুরুত্বপূর্ণ। কাঁচের গ্লাসে মদ ঢাললে সেই পরিমাণটা দেখা যেতে পারে।
advertisement
7/7
আসলে অনেকেই মনে করেন, কাঁচের গ্লাসে মদ ঢাললে সেটা দেখতেও ভাল লাগে। স্টিলের গ্লাসে মদ থাকলে সেটা বাইরে থেকে দেখা যাবে না। ফলে আমেজের দিকটা নষ্ট হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মদ কেন কাঁচের গ্লাসে পান করা হয়? কারণটা কী? মদ উৎপাদন হয় কিন্তু স্টিলের পাত্রে