TRENDING:

Patiala Peg Name Reason: কেন নাম দেওয়া হল পাতিয়ালা পেগ? জানেন?

Last Updated:
Patiala Peg: যাঁরা মদ্যপান করেন, তাঁরা জানেন পাতিয়ালা পেগের কথা। কিন্তু কেন একটি শহরের নামে হয়েছিল পেগের নাম! জেনে নিন।
advertisement
1/5
কেন নাম দেওয়া হল পাতিয়ালা পেগ? জানেন?
আপনি মদ পান করুন বা না করুন, পাতিয়ালা পেগের কথা নিশ্চয়ই শুনেছেন! এই নিয়ে অনেক গানও তৈরি হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কেন একে পাতিয়ালা পেগ বলা হয়! কেন চণ্ডীগড়, ভাথিন্ডা, জয়পুর, দিল্লি পেগ বলা হয় না!
advertisement
2/5
যাঁরা নিয়মিত মদ্যপান করেন, তাঁরা জানেন, পাতিয়ালা পেগ লার্জ পেগ-এর থেকেও বড় হয়। ফলে অনেকে এত বেশি পরিমাণ অ্যালকোহলি একেবারে সহ্য করতে পারেন না।
advertisement
3/5
অনেকে বলেন পাতিয়ালা পেগে ১২০ এমএল মতো মদ ঢালা হয়। ফলে অনেকের পক্ষেই এতটা পরিমাণ মদ একেবারে পান করা সম্ভব হয় না।
advertisement
4/5
পাতিয়ালার রাজা ভূপিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই পেগের। ১৯০০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পাতিয়ালার রাজা ছিলেন তিনি। অনেকে বলেন, রাজা ভূপিন্দর সিং নিজের রোলস রয়েসে শহরের আবর্জনা বোঝাই করেছিলেন।
advertisement
5/5
ভূপিন্দর সিংয়ের একটি বিশেষ পোলো দল ছিল। সেই দলে 8 জন শিখ ছিলেন। একবার তিনি আইরিশ দলকে খেলার জন্য আমন্ত্রণ জানান। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের। তাঁরাও বিদেশী দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি করে মদ্যপান শুরু করেন। বেশি মদ্যপানের কারণে বিদেশি দলের কেউই ভাল খেলতে পারেনি। বিদেশিরা অভিযোগ করে, পেগ বড় দেওয়া হয়েছিল। রাজা ভূপিন্দর সিং জবাবে বলেছিলেন, পাতিয়ালায় পেগ বড়ই হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Patiala Peg Name Reason: কেন নাম দেওয়া হল পাতিয়ালা পেগ? জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল