TRENDING:

Kalbaishakhi : গ্রীষ্মের ঝড়ের নাম ‘কালবৈশাখী’ কেন? শুধু বিকেলবেলাতেই ধেয়ে আসে কেন এই ঝঞ্ঝা?

Last Updated:
Kalbaishakhi : ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশগুলিতে বিকেলবেলা ঝড় বৃষ্টি দেখা দেয়৷ বিভিন্ন জায়গায় তার নাম হরেক রকম৷ পূর্ব ভারতে এই ঝড়বৃষ্টি হল কালবৈশাখী৷
advertisement
1/10
গ্রীষ্মের ঝড়ের নাম ‘কালবৈশাখী’ কেন? শুধু বিকেলবেলাতেই ধেয়ে আসে কেন এই ঝঞ্ঝা?
‘মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে / ধরণীর ’পরে বিরাট ছায়ার ছত্র ধরিলে কে’-লাইনগুলো পড়ে স্কুলজীবন কাটিয়েছে কয়েক প্রজন্ম৷ মোহিতলাল মজুমদারের ‘কালবৈশাখী’ কবিতার প্রতি ছত্র তুলে ধরেছে এই ঝড়ের বৈশিষ্ট্য৷
advertisement
2/10
ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশগুলিতে বিকেলবেলা ঝড় বৃষ্টি দেখা দেয়৷ বিভিন্ন জায়গায় তার নাম হরেক রকম৷ পূর্ব ভারতে এই ঝড়বৃষ্টি হল কালবৈশাখী৷
advertisement
3/10
‘কাল’ শব্দের অর্থ জড়িয়ে আছে নঞর্থক বিপদের সঙ্গে৷ যেমন আমরা কথায় কথায় বলি, ‘সেটাই কাল হল’৷ সেভাবেই ঝড়ের সঙ্গেও জু়ড়ে গিয়েছে এই শব্দটি৷
advertisement
4/10
তাছাড়া এই ঝড়ে আকাশ ছেয়ে যায় কালো মেঘে৷ তাই কালোর রঙের সঙ্গে এর একটা সম্পর্ক থেকেই যায়৷ সাধারণত বৈশাখের গরমে এই ঝড় আসে বলেই বলা হয় কালবৈশাখী৷
advertisement
5/10
তবে তার মানে এই নয় যে বৈশাখ ছাড়া অন্য কোনও সময় এই বৈকালিক ঝড়বৃষ্টি হবে না৷ চৈত্র বা জ্যৈষ্ঠ, যে সময়েই হোক না কেন, নাম থাকে কালবৈশাখীই৷
advertisement
6/10
এই ঝড় উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্বে বয়ে যায় বলে ইংরেজিতে এর নাম ‘নরওয়েস্টার’ বা Nor'wester।
advertisement
7/10
গ্রীষ্মকালে দিনভর রোদের কড়া তাপে নদী পুকুর খাল বিল থেকে প্রচুর জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যায়৷ উপরে উঠে উল্লম্ব মেঘের সৃষ্টি করে৷ তার ফলে বিকেল বেলা ঝড় বৃষ্টি দেখা দেয়৷
advertisement
8/10
তাছাড়া, এ সময়ে প্রচুর নিম্নচাপ অংশ তৈরি হয়৷ বায়ুমণ্ডলের উচ্চচারপ অংশ থেকে বায়ু ছুটে আসে নিম্নচাপের অংশে৷ ফলে গরম ও ঠান্ডা বাতাসের ঘর্ষণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ও ঝড়বৃষ্টি দেখা দেয়৷
advertisement
9/10
তবে কালবৈশাখী মানেই শুধু ধ্বংস নয়৷ গরমে আমরা হাপিত্যেশ করে বসে থাকি, কখন এক চিলতে কালবৈশাখী আসবে৷ এই ঝড়েই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ৷
advertisement
10/10
মোহিতলাল মজুমদার তাঁর কবিতায় লিখে গিয়েছেন চৈত্রের চিতাভস্ম উড়িয়ে আসা এই ঝড়ে পৃথিবীর জ্বালযন্ত্রণা জুড়িয়ে যায়৷ তাই ‘‘ওরি মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ৷’’ ধ্বংেসর মাঝেই সৃষ্টির বীজ বপন করে এই ঝড়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kalbaishakhi : গ্রীষ্মের ঝড়ের নাম ‘কালবৈশাখী’ কেন? শুধু বিকেলবেলাতেই ধেয়ে আসে কেন এই ঝঞ্ঝা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল