Horn OK Please! কেন লেখা থাকে ট্রাকের পিছনে জানেন? এর মানে কিন্তু গভীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Horn ok please: ট্রাকের পিছনে কেন লেখা থাকে Horn Ok Please! কারণটা জানেন না অনেকেই।
advertisement
1/6

Horn OK Please. যাঁরা গাড়ি, বাইক চালান তাঁরা অনেক সময়ই এই শব্দগুলি কোনও ট্রাকের পিছনে লেখা থাকতে দেখেছেন হয়তো। কিন্তু এই লেখার কারণ অনেকেই জানেন না হয়তো!
advertisement
2/6
ভারতে ট্রাকের পিছনে লেখা এই শব্দগুলো বেশ জনপ্রিয়। আর এই শব্দগুলি দিয়ে একটি সিনেমাও হয়েছে বলিউডে।
advertisement
3/6
Horn Ok Please. এই শব্দের কোনও অর্থ অভিধানে হয়তো নেই। তবে মূলত এটি লেখার কারণ, ট্রাকের পিছনে থাকা গাড়ি যেন হর্ন বাজিয়ে ট্রাকচালককে সজাগ করে তার পর ওভারটেক করেন!
advertisement
4/6
এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হর্ন প্লিজ লিখলেই তো হত! কেন হর্ন আর প্লিজ-এর মাঝে ওকে শব্দটি লেখা হয়!
advertisement
5/6
অনেকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাড়িতে ডিজেলের ঘাটতি হত। তখন অনেক ট্রাকে Horn Kerosine OK লিখে রাখতেন। সেই থেকেই Horn Ok Please শব্দের জন্ম হয়েছে।
advertisement
6/6
কেরোসিন দাহ্য পদার্থ। ফলে কোনওরকম দুর্ঘটনা ঘটলে তা বিরাট আকার নিতে পারে। এই আশঙ্কায় সেই সময় ট্রাকের পিছনে হর্ন কেরোসিন ওকে লিখে রাখা হত। যাতে পিছনে থাকা গাড়ি খুব সাবধানে ট্রাকটিকে ওভারটেক করে!