TRENDING:

Why Dogs Bark At Night: রাত বাড়লেই পাড়ায় পাড়ায় কেঁদে ওঠে কুকুরের দল, কিন্তু কেন? নেপথ্যের বৈজ্ঞানিক কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
রাত বাড়লেই পাড়ায় পাড়ায় কেঁদে ওঠে কুকুরের দল। আর্ত চিৎকার। বড় করুণ। অনেকে মনে করেন, মাঝরাতে কুকুরের কান্না অশুভ, কারও মৃত্যুর সংকেত দিচ্ছে! মানুষের এও বিশ্বাস, রাতে কোনও প্রেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে কুকুর
advertisement
1/6
রাত বাড়লেই পাড়ায় পাড়ায় কেঁদে ওঠে কুকুরের দল, কিন্তু কেন?
রাত বাড়লেই পাড়ায় পাড়ায় কেঁদে ওঠে কুকুরের দল। আর্ত চিৎকার। বড় করুণ। অনেকে মনে করেন, মাঝরাতে কুকুরের কান্না অশুভ, কারও মৃত্যুর সংকেত দিচ্ছে! মানুষের এও বিশ্বাস, রাতে কোনও প্রেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে কুকুর!
advertisement
2/6
কিন্তু এ'সব যুক্তি নিতান্তই কুসংস্কার। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞান বলছে অন্য কথা! মাঝরাতে কুকুর ঠিক কেন কাঁদে? জেনে নিন বৈজ্ঞানিক ব্যাখ্যা--
advertisement
3/6
কোনও দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলে কুকুর রাতে কেঁদে ওঠে। এই কান্নার কারণ সঙ্গীকে জানান দেওয়া। পাশাপাশি, অন্য এলাকা থেকে কুকুর এলেও বাকি কুকুরদের সজাগ করতে কুকুর রাতে ডাকে। অস্বাভাবিক কিছু দেখলেও কুকুর পরিত্রাহি ডাকতে শুরু করে, যা কান্নার মতো শোনায়।
advertisement
4/6
মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে। গবেষণায় দেখা গিয়েছে, পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে।
advertisement
5/6
অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।
advertisement
6/6
বৈজ্ঞানিকদের মতে, রাতে কুকুর কাঁদে না, এটা ওদের ডাক। রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why Dogs Bark At Night: রাত বাড়লেই পাড়ায় পাড়ায় কেঁদে ওঠে কুকুরের দল, কিন্তু কেন? নেপথ্যের বৈজ্ঞানিক কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল