Plastic Chair: প্লাস্টিকের চেয়ারে তো রোজ বসেন, বলুন তো সমস্ত প্লাস্টিকের চেয়ারে ছিদ্র থাকে কেন? ডিজাইন নয়, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General Knowledge: সমস্ত প্লাস্টিকের চেয়ারেই থাকে ছিদ্র। অনেকে এটিকে শুধুমাত্র ডিজাইন বলে মনে করেন। কিন্তু আসল সত্যি হল, এটি কেবলমাত্র ডিজাইনের জন্য থাকে না, এই সামান্য ছিদ্রের পেছনে রয়েছে অসাধারণ কারণ।
advertisement
1/7

প্রায় প্রত‍্যেকের বাড়িতেই রয়েছে প্লাস্টিকের চেয়ার। চেয়ার বিভিন্ন ধরনের হতে পারে। তাদের ডিজাইনে সামান‍্য অদল বদল থাকতে পারে। কিন্তু একটি বিষয় প্রতিটি প্লাস্টিকের চেয়ারেই দেখা যায়। তা হল ছিদ্র।
advertisement
2/7
সমস্ত প্লাস্টিকের চেয়ারেই থাকে ছিদ্র। অনেকে এটিকে শুধুমাত্র ডিজাইন বলে মনে করেন। কিন্তু আসল সত‍্যি হল, এটি কেবলমাত্র ডিজাইনের জন‍্য থাকে না, এই সামান‍্য ছিদ্রের পেছনে রয়েছে অসাধারণ কারণ।
advertisement
3/7
এক নয়, একাধিক কারণ রয়েছে এই ছিদ্র থাকার পেছনে। সবকটি কারণই অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের সামনে ছোটবেলা থেকে দেখে এই অতি সাধারণ চেয়ারের ছোট্ট ছিদ্রের কারণ জানলে সত‍্যিই অবাক হতে হয়।
advertisement
4/7
প্লাস্টিকের চেয়ারকে একটির উপর আর একটি স্তুপ করে রাখা হয়। ছিদ্র না থাকলে বাতাস দুটি চেয়ারের মধ‍্যে থাকত না এবং চেয়ার শক্তভাবে একসঙ্গে আটকে যেত। এই ছিদ্র থাকার কারণে, বাতাস সহজেই বেরিয়ে যায়। তাই, যত চেয়ারই স্তূপ করা হোক না কেন, তাদের সহজেই তুলে নেওয়া যায়।
advertisement
5/7
চেয়ারগুলি তৈরি করতে গরম প্লাস্টিক ছাঁচে ঢালা হয়। এই ছিদ্রগুলি চেয়ারটিকে ছাঁচ থেকে সহজে সরাতে এবং চেয়ারের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে বলে বলা হয়। একইভাবে, এই ছোট ছিদ্র চেয়ারের ওজন কমায়।
advertisement
6/7
এছাড়াও, কম প্লাস্টিক ব্যবহার করা উৎপাদন খরচও কমায়। ছোট ছিদ্র এছাড়াও, কম প্লাস্টিক ব্যবহার করা উৎপাদন খরচও কমায়। ছোট ছিদ্র করার মাধ্যমে, কমে যায় উত্‍পাদনের খরচ। ফলে কোম্পানি গুলির লাভও হয় বেশি।
advertisement
7/7
চেয়ারের পিছনে ছিদ্র থাকার কারণে, বাতাসের সঞ্চালন ভাল হয়। এতে বসা ব‍্যক্তির অস্বস্তি কম হয়, ঘাম হয় না। একইভাবে, চেয়ারে জল পড়লে সেই ছিদ্র দিয়ে জল খুব সহজেই বেরিয়ে যায়। চেয়ারে জমা জল প্রতিরোধ করতে সাহায্য করে। বহু সুবিধার কথা মাথায় রেখেই চেয়ারে থাকে ছিদ্র।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Plastic Chair: প্লাস্টিকের চেয়ারে তো রোজ বসেন, বলুন তো সমস্ত প্লাস্টিকের চেয়ারে ছিদ্র থাকে কেন? ডিজাইন নয়, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না