Digha: দিঘা, পুরীর সমুদ্রের জল কেন হয়ে যাচ্ছে কালো? সমুদ্র আর নীল নেই! বিজ্ঞানীরা বললেন 'বড়' কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Digha- অনেকেই এখন আক্ষেপ করে বলেন, দিঘা, পুরীর সমুদ্রের জল আর নীল নয়। এখন সেই রঙ ঘোলাটে বা কখনও কালো। অনেকক্ষেত্রেই দেখা যায়, দিঘার সমুদ্রের জল ঘোলা। কখনও কি ভেবে দেখেছেন, এমনটা হওয়ার কারণ কী!
advertisement
1/6

অনেকেই এখন আক্ষেপ করে বলেন, দিঘা, পুরীর সমুদ্রের জল আর নীল নয়। এখন সেই রঙ ঘোলাটে বা কখনও কালো। অনেকক্ষেত্রেই দেখা যায়, দিঘার সমুদ্রের জল ঘোলা। কখনও কি ভেবে দেখেছেন, এমনটা হওয়ার কারণ কী!
advertisement
2/6
পুরীর সমুদ্র মানে বঙ্গোপসাগর। তা গিয়ে মিশেছে ভারত মহাসাগরে। আর সেই সমুদ্র মানেই নীল, মন-প্রাণের আরাম। তবে এখন সেই দৃশ্য প্রায় দেখা যায় না বললেই চলে।
advertisement
3/6
একদল বিজ্ঞানীর গবেষণা বলছে, ক্রমশ ঘোলাটে, কালো হচ্ছে সমুদ্রের জল। গবেষণার ফল বলছে, গত দু’ দশকে বিশ্বের ২১ শতাংশের বেশি সমুদ্রের জল উল্লেখযোগ্যভাবে ঘোলা হয়ে গিয়েছে। ৭৫ মিলিয়ন বর্গকিলোমিটারেরও বেশি এলাকা প্রভাবিত হয়েছে। ফলে সমুদ্রের নীল জল অনেক জায়গাতেই আর দেখা যাচ্ছে না।
advertisement
4/6
প্লাইমাউথ ইউনিভার্সিটি এবং প্লাইমাউথ মেরিন ল্যাবরেটরির বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে গ্লোবাল চেঞ্জ বায়োলজি জার্নালে। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিস্তৃত স্যাটেলাইট ডেটা এবং মহাসাগরীয় মডেল ব্যবহার করা হয়েছে এই গবেষণার সময়।
advertisement
5/6
বিজ্ঞানীদের দাবি, সমুদ্রের আলোর বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। ফলে ফোটিক জোনের গভীরতা হ্রাস পাচ্ছে ক্রমশ। অর্থাৎ সমুদ্রের সূর্যালোকিত স্তরে বদল ঘটছে। ফলে ৯০ শতাংশ সামুদ্রিক প্রাণীর জীবনে প্রভাব পড়ছে।
advertisement
6/6
ফোটিক জোনের গভীরতা হ্রাসের ফলে সমস্যা তৈরি হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রে। বৃষ্টির জলের মাধ্যমে মাটি সমুদ্রের জলে মিশে, অথবা সার বা অন্য কোনও রাসায়নিক উপাদানও মিশছে সরাসরি। তারই সরাসরি প্রভাব পড়ছে সমুদ্রের জলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Digha: দিঘা, পুরীর সমুদ্রের জল কেন হয়ে যাচ্ছে কালো? সমুদ্র আর নীল নেই! বিজ্ঞানীরা বললেন 'বড়' কারণ