Watch Timing 10:10 Reason: ঘড়ির বিজ্ঞাপনে সব সময় 10:10 বেজে থাকে, কারণটা কী জানেন?
- Published by:Suman Majumder
Last Updated:
Why advertisement of watches and Clocks show the time 10:10: ঘড়ির বিজ্ঞাপনে ১০:১০ বেজে থাকে কেন! এই নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। জেনে নিন।
advertisement
1/6

ঘড়ির বিজ্ঞাপনে একটা ব্যাপার নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন। ১০ টা বেজে ১০ মিনিট। কেন যে কোনও ঘড়ির বিজ্ঞাপনে সময়টা এমনই থাকে! জানেন?
advertisement
2/6
Symmetrical Look বলে একটা শব্দ রয়েছে। অর্থাত্ ভারসাম্য বজায় রাখা। ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট বজায় থাকলে কাঁটার ভারসাম্য রক্ষা হয়েছে বলে মনে হয়।
advertisement
3/6
ঘড়িতে ১০ টা বেজে ১০ মিনিট থাকলে Smiley look আসে। অর্থাত্ মনে হয় যেন ঘড়ি স্মাইলি লুক দিচ্ছে। যার ফলে গ্রাহকদের কাছে পজিটিভ বার্তা যায়।
advertisement
4/6
সফল হলে অনেক সময় মানুষ আঙুলে ভিকট্রি সাইন দেখায়। ঘড়ির ১০ টা বেজে ১০ মিনিট সেই সাইন-এর প্রতিফলন ঘটায়। ফলে বিজ্ঞাপনে পজিটিভ ব্যাপার বজায় থাকে।
advertisement
5/6
ভ্রান্ত ধারণা রয়েছে, রাত ১০টা বেজে ১০ মিনিটে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয়েছিল। তাই ওই সময়টাকে ঘড়ির বিজ্ঞাপনে নির্দিষ্ট করা হয়েছে। তবে এটি ভ্রান্ত ধারণা। লিঙ্কনের শরীরে গুলি লেগেছিল রাত ১০টা বেজে ১৫ মিনিটে। তিনি মারা গিয়েছিলেন সকাল সাতটা বেজে ২২ মিনিট নাগাদ।
advertisement
6/6
আরও একটি ভ্রান্ত ধারণা রয়েছে। ১০টা বেজে ১০ মিনিটে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল। এটিও ভ্রান্ত ধারণা। কারণ ওই দুই জায়গায় বোমা পড়েছিল ১১টা বেজে ২ মিনিটে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Watch Timing 10:10 Reason: ঘড়ির বিজ্ঞাপনে সব সময় 10:10 বেজে থাকে, কারণটা কী জানেন?