TRENDING:

General knowledge: ১ টাকা, ২ টাকার তো এমন নয়, ১০ টাকার কয়েনের বাইরের অংশ হলদে কেন বলুন তো? পকেটেই রয়েছে, তাও ৯৯% লোকজন ডাহা ফেল

Last Updated:
General knowledge: ১ টাকার কয়েনই হোক বা দু টাকার কয়েন, এমন দুই রঙের ব‍্যবহার দেখা যায় না। তাহলে ১০ টাকার কয়েনে এমন দুটি আলাদ রং দেখা যায় কেন?
advertisement
1/10
১০ টাকার কয়েনের বাইরের অংশ হলদে কেন বলুন তো? পকেটেই রয়েছে, তাও ৯৯% লোকজন ডাহা ফেল
অন‍্যান‍্য সমস্ত কয়েনের বেশ খানিকটা আলাদা দেখতে ১০ টাকার কয়েন। এই কয়েনের বিশেষত্ব এর দুটি রং, যা অন‍্য কোনও কয়েনের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না (নতুন প্রচলিত ২০ টাকার কয়েন ছাড়া)।
advertisement
2/10
১০ টাকার কয়েনের মাঝের অংশ রুপালি। কিন্তু বাইরের দিকের অংশ হলদে। রুপালি অংশকে গোল ঘিরে থাকে এই হলদে বা সোনালি অংশ।
advertisement
3/10
১ টাকার কয়েনই হোক বা দু টাকার কয়েন, এমন দুই রঙের ব‍্যবহার দেখা যায় না। তাহলে ১০ টাকার কয়েনে এমন দুটি আলাদ রং দেখা যায় কেন?
advertisement
4/10
প্রতিটি কয়েনই তৈরি হয় একাধিক ধাতুর সংমিশ্রণে। ফলে প্রতিটি কয়েন তৈরির একটি নির্দিষ্ট খরচ রয়েছে। তেমনই ১০ টাকার কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন?
advertisement
5/10
প্রত‍্যেকের পকেটেই রয়েছে কয়েন। তবু কয়েন সম্পর্কে এমন খুব সাধারণ তথ‍্যই এখনও আমাদের অজানা। আমাদের আশপাশে ছড়িয়ে থাকা সাধারণ বিষয়গুলি সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন‍্য সাধারণ জ্ঞ‍ান বা জেনারেল নলেজ সম্পর্কে সম‍্যক ধারণা থাকা প্রয়োজন।
advertisement
6/10
১০ টাকার কয়েন দুই ধরনের ধাতু দিয়ে তৈরি। এই কারণেই এটিকে দ্বিধাত্বিক কয়েন অর্থাৎ Bimetallic Coin বলা হয়।
advertisement
7/10
১০ টাকার কয়েনের মাঝের অংশ কুপ্রো-নিকেল নামের ধাতু দিয়ে তৈরি করা হয়, যার কারণে এর চকচকে রুপার মতো হয়। যদিও, এতে রুপা ব্যবহার হয় না।
advertisement
8/10
অন্যদিকে ১০ টাকার কয়েনের বাইরের অংশ তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ (Aluminum Bronze) ব্যবহার করা হয়, যার কারণে এর বাইরের অংশ হলুদ হয়।
advertisement
9/10
কারণ কী? আসলে দুই আলাদা ধরণের ধাতু দিয়ে কয়েন তৈরির মূল কারণ হল নকল হওয়া থেকে বাঁচানো। পাশাপাশি দুটি ভিন্ন ধাতুর ব‍্যবহারের কারণে কয়েন টেকসইও বেশি হয়।
advertisement
10/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে RBI নিজেই ১০ টাকার কয়েন তৈরি করার খরচ জানিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, একটি ১০ টাকার কয়েন তৈরি করতে সরকারকে ৫.৫৪ টাকা খরচ হয়। অন্যদিকে, ১ টাকার কয়েন তৈরি করতে ১.১১, ২ টাকার কয়েন ১.২৮ এবং ৫ টাকার কয়েন ৩.৬৯ টাকা খরচ হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General knowledge: ১ টাকা, ২ টাকার তো এমন নয়, ১০ টাকার কয়েনের বাইরের অংশ হলদে কেন বলুন তো? পকেটেই রয়েছে, তাও ৯৯% লোকজন ডাহা ফেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল