advertisement
1/5

বিয়ে ও উৎসবের মরশুমে সব থেকে বেশি সোনার কিনতে হয় সাধারণ মানুষকে ৷ ভারতীয়দের সোনা অত্যন্ত প্রিয় বা পছন্দের ৷ শৃঙ্গারের অন্যতম উপাদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে সোনা ৷ দীপাবলি ও ধনতেরাসে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়ে থাকে ৷ যদি উৎসবের মরশুমে সোনা কেনাকাটা করার ইচ্ছে থাকে ৷ তবে জেনে নিন এইসব নিয়মাবলী ৷ অনেকেই জানেনা সোনা কিনতে গেলেও ট্যাক্স দিতে হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
সোনা কিনতে গেলেও ট্যাক্সের আওতায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ ক্যাশ, ডেবিট ও ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর সাহায্যে কেনাকাটা করা যেতে পারে ৷ জিএসটি বলবৎ হওয়ার পর থেকে ক্রেতাদের সোনার ক্রয়ের ওপরে ৩ শতাংশ জিএসটি দিতে হয় ৷ সঙ্গে রয়েছে মেকিং চার্জও ৷
advertisement
3/5
সোনা বিক্রি করতে গেলেও কল দিতে হয় ৷ সোনা বিক্রি করার সময়েও কর দিতে হয় ৷ তবে সম্পূর্ণ কর দিতে হবে সেই বিষয়ের ওপর নির্ভর করে যে সোনা কতক্ষণ বা কতদিন ব্যক্তির কাছে আছে ঠিক তার ওপরেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
যদি কেউ সোনা কিনে ৩৬ মাসের মধ্যে তা বিক্রি করে থাকেন তবে মোট সোনার মূল্যের ওপরে ক্যাপিটাল বা মূলধন সংক্রান্ত কর দিতে হয় ৷ এরফলে লাভবান হতেই পারেন আপনি, মোট মুনাফা আয়ের সঙ্গে জুড়ে দেওয়া হবে ৷ সে করের যে স্তরেরই থাকুন না কেন ? সেই হিসেবেই কর দিতে হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
যদি সোনা কেনার পরে কারোর কাছে তিন বছর বা তার থেকে বেশিদিনের জন্য থেকে থাকে সে ক্ষেত্রে কর কর দিতে হয়ে থাকে ৷ অর্থবর্ষ ২০১৭-১৮ পর্যন্ত সোনার ক্রয়-বিক্রয় মূল্যের উপরে ইন্ডাকসেশন করার পরে ২০.৬ শতাংশ লঙ টার্ম ক্যাপিটাল গেঞ্জ বলবঞ হয়ে থাকে ৷ অর্থবর্ষ ২০১৮-১৯ সালে যা হয়ে দাঁড়িয়েছে ২০.৮ শতাংশ হারে কর দিতে হবে ৷ ছবি সংগৃহীত ৷