TRENDING:

Indian State Most Electricity Consumption: বিদ‍্যুতের বিল দেখে আঁতকে ওঠেন? বলুন তো, কোন রাজ‍্যে খরচ সবচেয়ে বেশি? তালিকায় বাংলা কোথায়!

Last Updated:
Indian State Most Electricity Consumption: ২০১৩-২০১৪ থেকে ২০২২-২০২৩ পর্যন্ত শক্তির ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ৫০.৮ শতাংশ বেড়েছে। সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ২০১৩-২০১৪ সালের ১৩৬ গিগাওয়াট থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে ২৪৩ গিগাওয়াটৈ পৌঁছেছে।
advertisement
1/10
বিদ‍্যুতের বিলে আঁতকে ওঠেন? কোন রাজ‍্যে খরচ সবচেয়ে বেশি? তালিকায় বাংলা কোথায়!
৫১.৯ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ ৫২ ছুঁই ছুঁই। এবার দেশে সর্বোচ্চ তাপমাত্রার পারদ রেকর্ড করেছে বারবার। চলতি সপ্তাহে দিল্লিতে ৫০ পেরিয়ে যাওয়ার পর যেন সকলেই বুঝতে পারছেন, পরিবেশের প্রতি যত্ন না নিলে কী ভয়ানক হতে পারে পরিস্থিতি। কিন্তু এমন অবস্থায় এসি, ফ্যান, এয়ার কুলার ছাড়াও যেন গতি নেই।
advertisement
2/10
দেশের কোণায় কোণায় এই ধরনের উচ্চ তাপ নিয়ন্ত্রণ করা বা তাপমুক্তির জন্য যন্ত্র ব্যবহার হচ্ছে। যে যার সামর্থ্য মতো আরও নতুন নতুন মেশিন কিনছেন নিজেকে ঠান্ডা রাখার জন্য। আর এ সব কিছুর জন্য প্রয়োজন বিদ্যুৎ। ফলে দেশে বিদ্যুতের খরচ মাত্রা ছাড়ানো।
advertisement
3/10
তথ্য দেখাচ্ছে, ২০১৩-২০১৪ থেকে ২০২২-২০২৩ পর্যন্ত শক্তির ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ৫০.৮ শতাংশ বেড়েছে। সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ২০১৩-২০১৪ সালের ১৩৬ গিগাওয়াট থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে ২৪৩ গিগাওয়াটৈ পৌঁছেছে।
advertisement
4/10
বিদ্যুৎ মন্ত্রকের তথ্য, ২০২৩ সালের গ্রীষ্মকালে দেশের বিদ্যুতের চাহিদা ২২৯ গিগাওয়াট স্পর্শ করেছে। সর্বোচ্চ চাহিদা ছিল জুনে। ২২৪.১ গিগাওয়াট। সে বছরই জুলাই মাসে ২০৯.৩ গিগাওয়াটে নেমে এসেছে৷ অগস্টে সর্বোচ্চ চাহিদা ২৩৮.৮২ গিগাওয়াট স্পর্শ করেছিল৷
advertisement
5/10
২০২২-২০২৩ অর্থবছরের সেপ্টেম্বরে এটি রেকর্ড সর্বোচ্চ ২৪৩.২৭ গিগাওয়াট ছিল। অক্টোবরে সর্বোচ্চ চাহিদা ছিল ২২২.১৬ গিগাওয়াট, নভেম্বরে ২০৪.৭৭ গিগাওয়াট এবং ডিসেম্বরে ২১৩.৬২ গিগাওয়াট।
advertisement
6/10
এই বছর অনুমান করা হয়, নিশ্চয়ই তার থেকেও বেশি বেড়েছে বিদ্যুৎ খরচ। আর তাই তো দেশের চারদিকে বিদ্যুতের ঘাটতি পড়েছে। ২০২২ সালের তথ্য অনুযায়ী দেখুন কোন রাজ্যে সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। পুনে-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রয়াসের বিশ্লেষণ।
advertisement
7/10
মহারাষ্ট্র ভারতের রাজ্যগুলির মধ্যে বার্ষিক বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে গৃহস্থালী, কৃষি, শিল্প, বাণিজ্যিক এবং অন্যান্য সেক্টর জুড়ে সমষ্টিগতভাবে শীর্ষস্থান দখল করেছে।
advertisement
8/10
মহারাষ্ট্রের পর মোট বিদ্যুৎ ব্যবহারের জন্য শীর্ষ পাঁচে গুজরাত, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশার নাম রয়েছে। ওড়িশার বার্ষিক বিদ্যুতের ব্যবহার ৫০ BU বেড়েছে এক বছরে (২০২২)। ৩২ BU থেকে হয়েছে ৮২ BU।
advertisement
9/10
কেবল ব্যবহার বেশি নয়, দামের নিরিখে দেশের শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী (ব্যাঙ্ক বাজার ওয়েবসাইট) মহারাষ্ট্রে ভারতে সর্বোচ্চ গৃহস্থালী বিদ্যুতের শুল্ক। প্রতি ইউনিট ৮.৮০ টাকা।
advertisement
10/10
অন্যান্য রাজ্যগুলি যেগুলি ভারতে সর্বাধিক বিদ্যুতের হার, সেগুলি হল পশ্চিমবঙ্গ, কেরল, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ৷ ভারতের মহারাষ্ট্রে নন-ডোমেস্টিক বিদ্যুতের শুল্ক সবচেয়ে বেশি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian State Most Electricity Consumption: বিদ‍্যুতের বিল দেখে আঁতকে ওঠেন? বলুন তো, কোন রাজ‍্যে খরচ সবচেয়ে বেশি? তালিকায় বাংলা কোথায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল