TRENDING:

Richest District in West Bengal: পশ্চিমবঙ্গে সবচেয়ে ধনী জেলা কোনটি বলুন তো? কলকাতা শহর কত নম্বরে জানেন কি! চমকে দেওয়া রিপোর্ট

Last Updated:
Richest District in West Bengal: ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? কেবল টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে হিসেব করা হয়েছে।
advertisement
1/7
পশ্চিমবঙ্গে সবচেয়ে ধনী জেলা কোনটি বলুন তো! কলকাতা শহর কত নম্বরে? চমকে দেওয়া তথ্য
২০২৩ সালে প্রকাশ পেয়েছিল নীতি আয়োগের রিপোর্ট। সেই তালিকায় প্রকাশ পেয়েছিল, পশ্চিমবঙ্গের কোন জেলার আর্থিক অবস্থা ঠিক কীরকম। ২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা গিয়েছে রাজ্যে আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
advertisement
2/7
২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? কেবল টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে হিসেব করা হয়েছে।
advertisement
3/7
পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হল কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। এটি একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও বটে। কলকাতার মাথাপিছু আয় বেশি এবং দারিদ্র্যের হার কম।
advertisement
4/7
শহরটি বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার আবাসস্থল। কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য, যা শহরের অর্থনীতিতে অবদান রাখে। তাই অন্যসব জেলার তুলনায় আর্থিক ভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা।
advertisement
5/7
উত্তর ২৪ পরগণাও একটি প্রধান শিল্প জেলা এবং এখানে বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তা ছাড়াও হুগলিও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। এ ছাড়া হাওড়াতেও একই রকম ভাবে আর্থিক অবস্থা অনেকটাই বেশি ভাল।
advertisement
6/7
২০১৫-১৬ সালের রিপোর্টে কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ। কিন্তু সেটা তার পরের রিপোর্টে কমে গিয়েছে। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৫৬ শতাংশ মানুষ।
advertisement
7/7
পুরো দেশের ভিত্তিতে ২০২২-২০২৩ সালের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে, তাতেও দেখা গিয়েছে, আর্থিক উন্নতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দারিদ্রসীমার নীচে ছিল ১১.৮৯% মানুষ। ২০২২-২০২৩ সালে দারিদ্রসীমার নীচে ৮.৬০% মানুষ। আগের থেকে অনেকটা কম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Richest District in West Bengal: পশ্চিমবঙ্গে সবচেয়ে ধনী জেলা কোনটি বলুন তো? কলকাতা শহর কত নম্বরে জানেন কি! চমকে দেওয়া রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল