TRENDING:

Least Literate State of India: পড়াশোনায় কাঁচা...ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটা বলুন তো? বাংলাই বা কত নম্বরে..ভাবতেই পারবেন না

Last Updated:
১৯৪৭ সালে স্বাধীনতার পরে ভারতের মোট জনসংখ্যার মাত্র ১৮% মানুষ ছিলেন শিক্ষিত৷ ২০২১ এবং ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, সার্বিক ভাবে ভারতে শিক্ষকতার হার ৭৭.৭০%৷
advertisement
1/7
পড়াশোনায় কাঁচা...ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটা বলুন তো? বাংলাই বা কততে..
২৮টি অঙ্গরাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত আমাদের দেশ ভারতবর্ষ৷ এই প্রতিটি রাজ্য আবার একাধিক জেলায় বিভক্ত৷
advertisement
2/7
১৯৪৭ সালে স্বাধীনতার পরে ভারতের মোট জনসংখ্যার মাত্র ১৮% মানুষ ছিলেন শিক্ষিত৷ ২০২১ এবং ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, সার্বিক ভাবে ভারতে শিক্ষকতার হার ৭৭.৭০%৷
advertisement
3/7
The National Family Health Survey (NFHS) এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরল৷ ৯৬.২ শতাংশ৷ মহিলাদের মধ্যে শিক্ষকতার হার ৯৫.২ শতাংশ৷ শিক্ষিত পুরুষের হার ৯৭.৪ শতাংশ৷
advertisement
4/7
প্রথম ১০ অনুযায়ী ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যগুলি হল কেরল, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, কর্ণাটক, হরিয়াণা, গুজরাত৷ কেরলের পাশাপাশি পশ্চিমবঙ্গও ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য৷
advertisement
5/7
জম্মু ও কাশ্মীরে স্বাক্ষরতার হার ৬৭.১৬ শতাংশ৷ উত্তরপ্রদেশ ৬৭. ৬৮ শতাংশ৷ ঝাড়খণ্ড ৬৬.৪১ শতাংশ৷ রাজস্থান ৬৬.১১ শতাংশ৷
advertisement
6/7
নিরক্ষরতার হিসাবে বেশ পিছিয়ে রয়েছে পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ৷ শেষের দিক থেকে দেখলে এই রাজ্য দ্বিতীয়৷ স্বাক্ষরতার হার এই রাজ্যে ৬৫.৩৮ শতাংশ৷
advertisement
7/7
স্বাক্ষরতার নিরিখে ভারতের ২৮ তম রাজ্য কোনটা জানেন? সেটা হল বিহার৷ নিরক্ষরতার হার সবচেয়ে বেশি এই রাজ্যে৷ এই রাজ্যে স্বাক্ষরতার হার মাত্র ৬১.৮০ শতাংশ৷ যা সারা রাজ্যে সবচেয়ে কম৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Least Literate State of India: পড়াশোনায় কাঁচা...ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটা বলুন তো? বাংলাই বা কত নম্বরে..ভাবতেই পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল