General Knowledge: Apple তো খান নিয়মিত, Ice-Apple কোন জনপ্রিয় ফলকে বলে? উত্তরে ডাহা ফেল ৯৯% মানুষ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেক তো হল ইংরেজি নামের কুইজ, এবার এই ফলের বাংলা নাম বলুন তো দেখি!
advertisement
1/11

•কথায় বলে an Apple a day, keeps doctor away. আপেলের প্রচুর গুণ রয়েছে৷ শিশু থেকে বুড়ো, সবাইকে আপেল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক৷
advertisement
2/11
•একদম ছোট বাচ্চাদের আপেল সেদ্ধ করে খেতে বলা হয়৷ অর্থাৎ জন্মের পর যেই ফল খেতে পারে শিশুরা, তার মধ্যে আপেল অন্যতম৷
advertisement
3/11
•আপেল চেনেন সকলে৷ দেশে-বিদেশে আপেল বা Apple নামে পরিচিত এই ফল৷
advertisement
4/11
•আরও একটি জনপ্রিয় ফল রয়েছে যাকে বলা হয় Ice-Apple.
advertisement
5/11
•আপনি কি জানেন Ice-Apple-এর বাংলা কী?
advertisement
6/11
•খুবই পরিচিত এই ফল সাধারণত গরমের সময় মেলে৷ এমনকী এতে জলের পরিমাণও রয়েছে বেশ ভাল৷
advertisement
7/11
•তাই গরমে এই ফল খেলে বেশ আরাম লাগে৷ স্বাস্থ্যও ভাল থাকে৷
advertisement
8/11
•অনেক সময় ফল বা সব্জির ইংরেজি নাম জিজ্ঞাসা করা হয়৷ অনেকে তা জানেন বা জানেন না৷ এবার এই ফলের বাংলা নামটি ক’জন জানেন, তারই পরীক্ষা হচ্ছে৷
advertisement
9/11
•এই ফলটির আরও একটি ইংরেজি নাম রয়েছে৷ Asian Palmyra Palm. তবে সেটি গোটা ফলটির নাম৷
advertisement
10/11
•এই ফলের পুষ্টিগুণও অনেক৷ এবং গোটা ফলটি দিয়ে বানানো হয় হরেক রকম মুখরোচক পদ৷ যা মূলত মিষ্টি পদ৷
advertisement
11/11
•এখনও যারা অনুমান করতে পারেননি, তাদের জন্য বলে দেওয়াই ভাল উত্তরটা কী৷ Asian Palmyra Palm হল তাল এবং Ice Apple হল তালশাঁস৷ এটি যদিও তালের বীজ, তবে একে ফল হিসেবেই খান সকলে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: Apple তো খান নিয়মিত, Ice-Apple কোন জনপ্রিয় ফলকে বলে? উত্তরে ডাহা ফেল ৯৯% মানুষ