TRENDING:

Highest Shiv Temple: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির কোথায় রয়েছে বলুন তো?...উত্তরটা কেদারনাথ বা অমরনাথ নয় কিন্তু, কীভাবেই বা যায় সেখানে?

Last Updated:
ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মরিশাস সহ বিশ্বের অনেক দেশেই ভগবান শিবের মন্দির রয়েছে। ভারতে, উত্তর থেকে দক্ষিণে ভগবান শিবের অনেক বড় এবং সুন্দর মন্দির রয়েছে। দেশে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক পরিবারের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকে। অনেক পরিবার এমন রয়েছে, যেখানে প্রতি বছরের পরিবারের অন্তত একজন সদস্য চার ধাম দর্শনে যান৷
advertisement
1/12
বিশ্বের সবচেয়ে উঁচু শিবমন্দির কোথায় বলুন তো?...উত্তর কেদার বা অমরনাথ নয় কিন্তু
ভারত তো বটেই, সারা পৃথিবী জুড়েই নানা স্থানে নানা যুগে, নানা সময়ে শিবের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে৷ যার কোনও কোনওটা বহু প্রাচীন কালে তৈরি৷ এমনকি, তার মধ্যে কয়েকটি তো পাণ্ডবদের হাতে তৈরি বলেও পুরাণে কথিত আছে৷ প্রাচীন প্রায় প্রতিটি শিবমন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কোনও না কোনও পৌরাণিক কাহিনি বা ইতিহাস৷
advertisement
2/12
ভারতের প্রাচীন শিবমন্দিরগুলির মধ্যে অধিকাংশই হিমালয়ের কোলে অবস্থিত৷ চির তুষারাবৃত শৃঙ্গের মাঝখানে ভোলা মহেশ্বরের অবস্থান৷ সেই প্রাচীন কাল থেকেই মানুষ দুর্গম কঠিন পথ অতিক্রান্ত করে পৌঁছতেন তাঁদের আরাধ্য দেবতার কাছে৷ অর্পণ করতেন তাঁদের অর্ঘ্য৷
advertisement
3/12
এই ধরনের মন্দিরের দরজা তুষারপাতের মরসুমের আগে বন্ধ হয়ে যায়। উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির এর সবচেয়ে বড় উদাহরণ। অমরনাথের যাত্রাপথও বছরের শুধুমাত্র কয়েকটা দিনই খোলা থাকে৷ কিন্তু, কেদারনাথ কিন্তু বিশ্বের সর্বোচ্চ শিবমন্দির নয়৷ আর অমরনাথে গুহা থাকলেও, প্রথাগত ভাবে কোনও মন্দির সেখানে নেই৷ তাহলে, বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির কোথায় রয়েছে, জানেন?
advertisement
4/12
ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মরিশাস সহ বিশ্বের অনেক দেশেই ভগবান শিবের মন্দির রয়েছে। ভারতে, উত্তর থেকে দক্ষিণে ভগবান শিবের অনেক বড় এবং সুন্দর মন্দির রয়েছে। দেশে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক পরিবারের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকে। অনেক পরিবার এমন রয়েছে, যেখানে প্রতি বছরের পরিবারের অন্তত একজন সদস্য চার ধাম দর্শনে যান৷
advertisement
5/12
বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দিরটি মহাভারতের সাহসী তিরন্দাজ অর্জুন এবং পুরুষোত্তম রামের নামের সাথেও যুক্ত। এই মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। শিবের এই মন্দিরটিকে ভক্তেরা চেনেন তুঙ্গনাথ মন্দির নামে।
advertisement
6/12
তুঙ্গনাথ মন্দিরটি চন্দ্রনাথ পর্বতে ৩,৬৮০ মিটার অর্থাৎ ১২,০৭৩ ফুট উচ্চতায় অবস্থিত। তুঙ্গনাথের আভিধানিক অর্থ হল 'পর্বতের প্রভু'। তুঙ্গনাথ মন্দিরে যেতে হলে প্রথমে যেতে হয় সোনপ্রয়াগ। এর পরে গুপ্তকাশী, উখিমঠ, চোপ্তা হয়ে তুঙ্গনাথ মন্দিরে পৌঁছনো যায়। শেষের পথটি অবশ্যই পায়ে হেঁটে পৌঁছতে হয়৷
advertisement
7/12
স্থানীয় লোকজনের মতে, তুঙ্গনাথ মন্দিরটি মহাভারত আমলে নির্মিত হয়েছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন বলে কথিত রয়েছে। ধারণা করা হয়, হাজার হাজার বছর আগে শিবকে খুশি করার জন্য পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিলেন।
advertisement
8/12
আসলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা তাঁদের ভাই ও গুরুদের হত্যা করেছিলেন। তাই ঋষি ব্যাস পাণ্ডবদের বলেন, যে ভগবান শিব যদি তাঁদের ক্ষমা করেন, তবেই তাঁরা তাঁদের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন।
advertisement
9/12
ঋষি ব্যাসের নির্দেশ অনুসারে তারপরে, পঞ্চ পাণ্ডব ভগবান শিবের সন্ধানে হিমালয় যাত্রা করেন। পুরাণে কথিত আছে, হিমালয়ে বিভিন্ন অংশে পাণ্ডবরা পাঁচটি শিব মন্দির তৈরি করেছিলেন। পাণ্ডবদের দ্বারা নির্মিত এই পাঁচটি মন্দিরকে আজ 'পঞ্চ কেদার' বলা হয়।
advertisement
10/12
তুঙ্গনাথ হল 'পঞ্চ কেদার'-এর তৃতীয় মন্দির। তাই পাণ্ডবদের মধ্যে অর্জুন এর ভিত্তি স্থাপন করেছিলেন। পঞ্চ কেদারে তুঙ্গনাথ মন্দির ছাড়াও রয়েছে কেদারনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর এবং কল্পেশ্বর মন্দির।
advertisement
11/12
পুরাণ অনুসারে, তুঙ্গনাথ ভগবান রামের সাথেও সম্পর্কিত। কথিত আছে, তুঙ্গনাথ থেকে দেড় কিলোমিটার দূরে চন্দ্রশিলায় ভগবান রাম তপস্যা করেছিলেন। বিশ্বাস অনুসারে, রাবণকে হত্যা করার পরে এই পাপ থেকে মুক্ত হতে তিনি চন্দ্রশিলা পাহাড়ে তপস্যা করেন। চন্দ্রশিলার চূড়াটি ১৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত।
advertisement
12/12
শীতকালে তুঙ্গনাথ মন্দিরের গোটা চত্বরই বরফে ঢেকে যায়। মন্দিরও বন্ধ থাকে। দেবতার মূর্তি নিয়ে পুরোহিতেরা নেমে আসেন মুক্কুমতে। তুঙ্গনাথের এই মন্দিরটি কিছুটা হেলানোও৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Highest Shiv Temple: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির কোথায় রয়েছে বলুন তো?...উত্তরটা কেদারনাথ বা অমরনাথ নয় কিন্তু, কীভাবেই বা যায় সেখানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল