TRENDING:

'এয়ারটেল ফোর-জি গার্ল'-কে মনে আছে তো? এখন তিনি কোথায়! শুনলে চমকে যাবেন

Last Updated:
Airtel4G girl: এক সময় বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ। এখন কোথায় সেই এয়ারটেল ফোর-জি গার্ল!
advertisement
1/7
'এয়ারটেল ফোর-জি গার্ল'-কে মনে আছে তো? এখন তিনি কোথায়! শুনলে চমকে যাবেন
এয়ারটেল-এর বিজ্ঞাপনে দেখা যেত এই মেয়েটিকে। রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এই মেয়েটিকে অনেকেই চিনতেন। তাঁর নাম সাশা ছেত্রী? তাকে শেষ দেখা গিয়েছিল প্রভাসের ছবি 'রাধে শ্যাম'-এ।
advertisement
2/7
একটা সময় বিজ্ঞাপনের মুখ ছিলেন তিনি। তার পর সিনেমায় কাজ। তবে এখন তাঁকে আর কোথাও দেখাই যায় না! কোথায় গেলেন সাশা ছেত্রী!
advertisement
3/7
এয়ারটেল ফোর জি গার্ল নামে পরিচিতি পেয়েছিলেন সাশা। তিনি দেহরাদুনের বাসিন্দা। কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন ও সিনেমায়।
advertisement
4/7
বিজ্ঝাপন নিয়েই পড়াশোনা তাঁর। তার পর মু্ম্বই পাড়ি দেন সাশা। একটি সংস্থায় কপিরাইটার ট্রেনি হিসেবে কাজ শুরু করেন সাশা। তার পর হয়ে ওঠেন বিজ্ঞাপনের মুখ।
advertisement
5/7
২০১৫ সালে তাঁকে যখন এয়ারটেল বিজ্ঞাপনের মুখ হওয়ার প্রস্তাব দেয়, তখন সাশার প্রথমে বিশ্বাসই হয়নি। আসলে এয়ারটেল সেই বিজ্ঞাপনের জন্য নতুন মুখ চেয়েছিল।
advertisement
6/7
কট্টি-বাট্টি সিনেমায় প্রথমবার তাঁকে দেখা যায়। তবে বলিউডে খুব বেশি কাজ করতে পারেননি সাশা।
advertisement
7/7
দক্ষিণের সিনেমায় অভিনয় শুরু করেন সাশা। ২০২২ সালে তাঁরে রাধে শ্যাম সিনেমায় দেখা যায়। তবে তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। না কোনও অ্যাড, না সিনেমা, আর কোথাও দেখা যায় না সাশাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'এয়ারটেল ফোর-জি গার্ল'-কে মনে আছে তো? এখন তিনি কোথায়! শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল