এর পর কুম্ভমেলা কোথায়, কবে? এবার প্রয়াগরাজে মহাকুম্ভ তো শেষ হতে চলল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mahakumbha 2025- ১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ২০৩৩ সালে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হবে, ১৫ মে পর্যন্ত চলবে।
advertisement
1/7

১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি কি এখনও যেতে পারেননি মহাকুম্ভে! তা হলে জেনে নিন পরের কুম্ভমেলা ঠিক কবে ও কোথায় হবে!
advertisement
2/7
পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় এই মেলা। ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। শেষবার ১৮৮১ সালে মহাকুম্ভ মেলা হয়েছিল।
advertisement
3/7
১২ বছরে একবার হয়পূর্ণ কুম্ভমেলা। ৩ বছরে একবার হয় কুম্ভমেলা। ৬ বছর পর পর হয় অর্ধকুম্ভ মেলা।
advertisement
4/7
শাস্ত্রমতে মহাকুম্ভের প্রাধান্য বেশি। আর যেহেতু ১৪৪ বছরে একবার হয়, তাই একজন মানু, জীবদ্দশায় একবারই এই মেলা দেখার সুযোগ পান। তাই মহাকুম্ভ নিয়ে উৎসাহ, উদ্দীপনা থাকে অনেক বেশি।
advertisement
5/7
হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজে ঘুরিয়ে ফিরিয়ে হয় কুম্ভ। গ্রহের অবস্থানের উপর নির্ভর করে জায়গা বাছাই।
advertisement
6/7
২০২৭ সালে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে কুম্ভ। ১৭ অগাস্ট মঙ্গলবার শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা থেকে শুরু হবে মেলা, চলবে এক মাস। পরবর্তী কুম্ভ মেলা ২০২৮ সালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে। শুরু হবে ৯ এপ্রিল থেকে।
advertisement
7/7
১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ২০৩৩ সালে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হবে, ১৫ মে পর্যন্ত চলবে।