TRENDING:

When Will Life End In Earth?: আর কত বছর বাদে 'সব শেষ' ? পৃথিবীতে আর কোনও প্রাণের চিহ্ন থাকবে না? অবশেষে পৃথিবীর 'মৃত্যুদিন' জানা গেল গবেষণায়,তোলপাড় বিশ্বজুড়ে

Last Updated:
কবে পৃথিবীতে ফুরিয়ে আসবে প্রাণ? কবে পৃথিবীতে আর একটাও জীবিত প্রাণী থাকবে না? সেই উত্তরই মিলল তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায়
advertisement
1/6
আর কত বছর বাদে 'সব শেষ' ? পৃথিবীতে আর কোনও প্রাণের চিহ্ন থাকবে না?
কবে পৃথিবীতে ফুরিয়ে আসবে প্রাণ? কবে পৃথিবীতে আর একটাও জীবিত প্রাণী থাকবে না? সেই উত্তরই মিলল তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায়।
advertisement
2/6
সূর্যের বয়স যত বাড়বে, ততই তা আরও উজ্জ্বল ও উত্তপ্ত হয়ে উঠবে। ফলে পৃথিবীর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে। মহাসাগরের জল বাষ্পীভূত হবে, ভূমির তাপমাত্রা বাড়বে, আর কার্বন চক্র ভেঙে পড়বে। তখন গাছপালা মারা যাবে, অক্সিজেন উৎপাদন বন্ধ হবে।
advertisement
3/6
টোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি বলেন, '' পৃথিবীর জৈবমণ্ডলের আয়ু কত? এই বিষয়ে বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন। এই গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি মূল বিষয়-- সূর্যের ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠা ও পৃথিবীর কার্বোনেট-সিলিকেট ভূ-রাসায়নিক চক্র। গবেষণায় দেখা গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কমতে থাকবে আর বিশ্ব উষ্ণায়ন বাড়বে।”
advertisement
4/6
পৃথিবীর বায়ুমণ্ডল আবার মিথেনে ভরে উঠবে, যেমন ছিল ‘গ্রেট অক্সিডেশন ইভেন্ট’-এর আগেকার সময়ে।নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত প্রতিবেদন “The future lifespan of Earth's oxygenated atmosphere” শীর্ষক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর অক্সিজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের আয়ু আর সর্বোচ্চ এক বিলিয়ন বছর।
advertisement
5/6
সুপারকম্পিউটার সিমুলেশনে দেখা গিয়েছে, প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) বছরের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কার্যত বিলীন হয়ে যাবে। তখন আর পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকবে না। এই গবেষণায় পৃথিবীর বায়ুমণ্ডলের ভবিষ্যৎ বিবর্তন নিয়ে ৪ লক্ষাধিক সিমুলেশন চালানো হয়েছে।
advertisement
6/6
টোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি বলেন, সাধারণ ধারণা ছিল যে, অতিরিক্ত উত্তাপ আর ফোটোসিনথেসিসে প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইডের অভাবে পৃথিবীর জৈবমণ্ডল ২ বিলিয়ন বছর পর শেষ হবে। কিন্তু এই নতুন গবেষণা বলছে, অক্সিজেন তারও আগে—মাত্র এক বিলিয়ন বছরের মধ্যেই কমে যেতে শুরু করবে। ফলে তখন আর জীবজগতের অস্তিত্ব থাকবে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
When Will Life End In Earth?: আর কত বছর বাদে 'সব শেষ' ? পৃথিবীতে আর কোনও প্রাণের চিহ্ন থাকবে না? অবশেষে পৃথিবীর 'মৃত্যুদিন' জানা গেল গবেষণায়,তোলপাড় বিশ্বজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল