ঘুমিয়ে পড়ায় মিস হয়েছে 'ব্লাড মুন'? আবার কবে দেখতে পাবেন রক্তচাঁদ? ঝটপট জেনে নিন খুঁটিনাটি..
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মাঝ রাতের আকাশ জুড়ে রয়েছে লাল টুকটুকে চাঁদ। গতকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর রাতে 'ব্লাড মুন'-এর সাক্ষী ছিলেন অনেকেই।
advertisement
1/6

মাঝ রাতের আকাশ জুড়ে রয়েছে লাল টুকটুকে চাঁদ। গতকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর রাতে 'ব্লাড মুন'-এর সাক্ষী ছিলেন অনেকেই। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে ক্যামেরা তাক করে ছিলেন চাঁদের দিকে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে লাল চাঁদের নজরকাড়া সব ছবি। তবে মাঝরাতে এমন মুহূর্ত অনেকেই মিস করেছেন। কেউ কাজের জন্য, কেউ বা ঘুমিয়ে পড়েছিলেন। ফের কবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে? শহরে বসেই 'ব্লাড মুন' দেখা যাবে?
advertisement
2/6
৭ সেপ্টেম্বর রাতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে 'ব্লাড মুন' দেখা গেছে। ভারতের সব শহরে ৭ সেপ্টেম্বর রাত ৮টা বেজে ৫৮ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ২টো বেজে ২৫ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। নাসা জানিয়েছে, ২০২২ সালের পর এত দীর্ঘ সময় ধরে চলতি বছরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। ২০১৮ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের সব শহরে স্পষ্ট 'ব্লাড মুন' দেখা গেছে।
advertisement
3/6
চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী প্রদক্ষিণ করতে করতে চাঁদ এবং সূর্যের মাঝে চলে আসে। এর ফলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। সেই সময়েই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় 'ব্লাড মুন'-এর দেখা পাওয়া যায়। রক্তের মতো গাঢ় লাল রঙের হয়ে ওঠে চাঁদ।
advertisement
4/6
আবার কবে দেখা যাবে চন্দ্রগ্রহণ?বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আগামী বছরেও ভারতের একাধিক শহর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পাশাপাশি এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও আগামী বছরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ২০২৩ সালের ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ভারতের বিভিন্ন শহরে। তবে সেটি আংশিক চন্দ্রগ্রহণ ছিল।
advertisement
5/6
২০২৬ সালের পর ২০২৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৯ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়াতে বসেও 'ব্লাড মুন' দেখা যাবে।
advertisement
6/6
এর মাঝেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে একাধিক দেশে। ২০২৮ সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে আরও দুইবার চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতে বসে। তবে এই ক্ষেত্রে রক্তের মতো গাঢ় লাল রঙের চাঁদের দেখা মিলবে না। ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারিতে চন্দ্রগ্রহণের সময় ফ্যাকাশে চাঁদের দেখা মিলবে। ভারতের পাশাপাশি আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও ইউরোপেও দেখা যাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ঘুমিয়ে পড়ায় মিস হয়েছে 'ব্লাড মুন'? আবার কবে দেখতে পাবেন রক্তচাঁদ? ঝটপট জেনে নিন খুঁটিনাটি..