TRENDING:

গম কাটার মরশুম তো প্রায় হয়েই এল; আর কৃষকদের সাহায্য করতে নামমাত্র দামে বাজারে এল এই আশ্চর্য মেশিন, কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটেই হবে সারা

Last Updated:
Wheat Harvesting Machine: একটি মেশিন বা যন্ত্রের বিষয়ে কথা বলা হচ্ছে। যা অনায়াসে গমের পাশাপাশি সর্ষে, মিলেট, ছোলা, সয়াবিন এবং ডালের মতো ফসল তো কাটেই, সেই সঙ্গে তা থেকে শস্যকে আলাদাও করতে পারে। এই মেশিন কেনার জন্য কৃষকদের অন্য রাজ্যে যেতে হয়। কিন্তু আজকাল সমস্ত ধরনের মেশিন উত্তর প্রদেশের সাহারণপুরেই শক্তিমান অ্যাগ্রো এজেন্সিতে পাওয়া যাচ্ছে।
advertisement
1/5
গম কাটার মরশুম তো প্রায় হয়েই এল; আর কৃষকদের সাহায্য করতে বাজারে এল এই আশ্চর্য মেশিন
অঙ্কুর সাইনি, সাহারানপুর: বর্তমানে ধীরে ধীরে গম পাকতে শুরু করে দিয়েছে। আর গম সম্পূর্ণ রূপে পেকে গেলে সেই পাকা গম কেটে নেন কৃষকরা। এরপর সুরক্ষিত শুঁটি থেকে শস্য আহরণ করা হয়। কিন্তু আজ আমরা কৃষকদের একটি মেশিন বা যন্ত্রের বিষয়ে কথা বলব। যা অনায়াসে গমের পাশাপাশি সর্ষে, মিলেট, ছোলা, সয়াবিন এবং ডালের মতো ফসল তো কাটেই, সেই সঙ্গে তা থেকে শস্যকে আলাদাও করতে পারে। এই মেশিন কেনার জন্য কৃষকদের অন্য রাজ্যে যেতে হয়। কিন্তু আজকাল সমস্ত ধরনের মেশিন উত্তরপ্রদেশের সাহারণপুরেই শক্তিমান অ্যাগ্রো এজেন্সিতে পাওয়া যাচ্ছে। ফলে মেশিন কেনার জন্য সেখানকার কৃষকদের আর অন্যত্র যেতেও হচ্ছে না।
advertisement
2/5
গম আর সর্ষে কাটার জন্য চলে এসেছে হড়ম্বা থ্রেশার মেশিন। যা কৃষকরা কিনতে পারেন এবং গম ও সর্ষের মতো ফসল কাটতে পারেন। আসলে কয়েক ঘণ্টার কাজ এই যন্ত্র অনায়াসে কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে। আর দামের দিক থেকে দেখতে গেলে মাত্র ২ লক্ষ ২৫ হাজার টাকা থেকে শুরু হয় এই যন্ত্রের দাম।
advertisement
3/5
মেশিনের একাধিক ডিজাইন রয়েছে। ফলে এর দাম পৌঁছে যেতে পারে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। আর যদি মেশিন ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে মেশিনের সমস্ত যন্ত্রাংশই পাওয়া যায় সাহারণপুরে। এছাড়াও, মেশিন মেরামতের জন্য সংস্থা মেকানিকও নিয়োগ করে থাকে। সেই মেকানিকরা সরাসরি ভাবে কৃষকের মাঠে গিয়ে সেই মেশিনগুলি ঠিক করে দেন।
advertisement
4/5
গমের পাশাপাশি একাধিক ফসল কাটতে পারে এই যন্ত্র: Local 18-এর সঙ্গে আলাপচারিতায় শক্তিমান অ্যাগ্রো এজেন্সির ডিলার হুকম সিং বলেন যে, গমের মরশুম শুরু হতে চলেছে। আর আমরাও কৃষকদের জন্য দারুণ খবর এনেছি। হড়ম্বা থ্রেশার মেশিন নিয়ে এসেছে। এর ফলে গম কাটতে সুবিধা হবে কৃষকদের। এদিকে সাহারণপুরে পাম্মি ব্র্যান্ডের থ্রেশার পাওয়া যাচ্ছে। কোনও কৃষক ভাই যদি বার্লি, সর্ষে, মিলেট, ছোলা, সয়াবিন এবং ডালের মতো একাধিক ধরনের ফসল কাটার জন্য থ্রেশার মেশিন কিনতে চান, তাহলে তাঁকে সাহারণপুরের মনকামৌ বাস স্ট্যান্ড রোডে শক্তিমান অ্যাগ্রো এজেন্সিতে গিয়ে থ্রেশার মেশিন কিনতে হবে।
advertisement
5/5
হড়ম্বা থ্রেশার মেশিন আসলে ট্র্যাক্টর অপারেটর মেশিন। যা কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারে। আর দামের কথা বলতে গেলে হড়ম্বা থ্রেশার মেশিনের দাম ২ লক্ষ ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সহজেই তা পেয়ে যাচ্ছেন সাহারণপুরের কৃষকরা। এমনকী এই মেশিনের সমস্ত যন্ত্রাংশ সহজেই পাওয়া যাচ্ছে। আর মেশিন কখনও খারাপ হয়ে গেলে তা মেরামত করার জন্য মেকানিকরা কৃষকদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গম কাটার মরশুম তো প্রায় হয়েই এল; আর কৃষকদের সাহায্য করতে নামমাত্র দামে বাজারে এল এই আশ্চর্য মেশিন, কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটেই হবে সারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল