হাত মুঠো করার ধরনেই লুকিয়ে আছে আপনার আসল চরিত্র! জানুন, কী বলে দেয় আঙুল ভাঁজের কায়দা?
- Published by:Tias Banerjee
 
Last Updated:
আপনি কী ভাবে হাত মুঠো করেন, সেই ধরনেই লুকিয়ে থাকে আপনার আসল চরিত্র। মনোবিজ্ঞানের মতে, হাতের ভঙ্গিই প্রকাশ করে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব বা সংবেদনশীলতা। জানুন, আপনার ফিস্ট পজিশন কী বলছে আপনার সম্পর্কে।
advertisement
1/8

 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অনন্য ব্যক্তিত্ব-পরীক্ষা (personality test), যা দাবি করছে—আপনি কী ভাবে মুঠো বাঁধেন, তা প্রকাশ করে দেয় আপনার মন, মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং আত্মবিশ্বাসের ধরন। (Representative Image) 
advertisement
2/8
 এই টেস্টটি শেয়ার করেছেন মারিনা নিউরালিয়ান (Marina Neuralean), যিনি শরীরভিত্তিক মানসিক প্রতিক্রিয়া বা somatic patterns নিয়ে কাজ করেন। তাঁর মতে, মানুষের শরীরের ভঙ্গি, বিশেষ করে মুঠো বাঁধার ধরন, অবচেতনে প্রকাশ করে দেয় তার ব্যক্তিত্ব, চিন্তাভাবনার ধরণ ও মানসিক প্রতিরক্ষা কৌশল। (Representative Image) 
advertisement
3/8
 মারিনার ভাষায়,“এই সাইকোলজিক্যাল টেস্টটি আসলে নির্ভর করছে শরীরের অবচেতন ভঙ্গির ওপর। আপনি কীভাবে মুঠো বাঁধেন, তা শুধু একটিমাত্র অঙ্গভঙ্গি নয়—এটি প্রকাশ করে আপনার মস্তিষ্ক কীভাবে তথ্য প্রক্রিয়া করে, চাপ সামলায় এবং চারপাশের জগৎকে প্রতিক্রিয়া জানায়। নিউরোসাইকোলজির গবেষণায় দেখা গিয়েছে, শরীরের এই অ-বাচিক প্রকাশভঙ্গিই প্রকাশ করে আমাদের লুকনো ব্যক্তিত্ব, উদ্বেগ এবং প্রতিরোধক্ষমতা।” (Representative Image) 
advertisement
4/8
 এই টেস্টে বলা হচ্ছে—আপনি শুধু একবার নিজের মুঠো বানিয়ে দেখুন, এবং লক্ষ্য করুন কীভাবে আপনি আঙুল ও বুড়ো আঙুল গুটিয়ে রাখছেন। আর সেটাই বলে দেবে আপনি কেমন মানুষ। (Representative Image) 
advertisement
5/8
 তাহলে, মারিনার মতে, আপনার মস্তিষ্ক গঠিত হয়েছে “active problem-solving” বা সক্রিয় সমস্যা সমাধানের মানসিকতায়। আপনি সহজেই দায়িত্ব নিতে ভালবাসেন এবং নেতৃত্বে বিশ্বাসী। কিন্তু এই প্রবণতা অনেক সময় আপনাকে অতিরিক্ত চাপের মুখে ফেলতে পারে। (Representative Image) 
advertisement
6/8
 এটি এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য, যাঁরা চিন্তা করেন কাজ, অর্থ, ভবিষ্যৎ এবং সাফল্য নিয়ে। তাঁদের মস্তিষ্ক প্রায় সারাক্ষণ প্রস্তুত অবস্থায় থাকে, যাকে high cognitive load বলা হয়। তাই তারা প্রায়শই perfectionist, একসঙ্গে একাধিক কাজ করতে চান, এবং নিজেকে সবসময় নিখুঁত রাখার চেষ্টা করেন। (Representative Image) 
advertisement
7/8
 মারিনার মতে, “এরা বাস্তবমুখী, নেতৃত্বদানে সক্ষম এবং কাজের দায়িত্ব নিজের কাঁধে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই দায়বদ্ধতা অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে।” (Representative Image) 
advertisement
8/8
 এই ধরনের ব্যক্তিত্ব-পরীক্ষা খুবই সহজ ও বিনোদনমূলক হলেও, অনেক সময় নিজের ব্যক্তিত্বের অজানা দিক তুলে ধরে দেয়। শরীরের অঙ্গভঙ্গি, ভঙ্গি বা হাতের চলন—এসবই মনস্তত্ত্বের গভীর প্রতিফলন, যা আপনার অন্তর্নিহিত চিন্তা, উদ্বেগ ও আত্মপ্রতিরক্ষা ব্যবস্থার আভাস দেয়। (Representative Image) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হাত মুঠো করার ধরনেই লুকিয়ে আছে আপনার আসল চরিত্র! জানুন, কী বলে দেয় আঙুল ভাঁজের কায়দা?