TRENDING:

ঘুরতে গিয়ে হোটেলে থাকেন? সাবধান! জানেন হোটেল রুম থেকে কোন কোন জিনিস নিতে পারেন, আর কী নিলে গুনতে হবে মোটা জরিমানা!

Last Updated:
অতিথিদের বাড়ির মতো আরাম দিতে হোটেলগুলো নানা সুবিধা দেয়, কিন্তু সব কিছুই বিনামূল্যে নয়। কিছু জিনিস আপনি নিতে পারেন, আবার কিছু জিনিস নিলে ঘরের আপগ্রেডের থেকেও বেশি টাকা গুনতে হতে পারে!
advertisement
1/12
ঘুরতে গিয়ে হোটেলে থাকেন? কী কী জিনিস নিতে পারেন আর কী নিলে গুনতে হবে জরিমানা?
আপনি কি কখনও কোনো হোটেল থেকে চেক-আউট করার সময় ভেবেছেন, ওই দামী শ্যাম্পুর বোতলটা বা সুন্দর কফি মগটা সঙ্গে নেওয়া যায় কি না? আপনি একা নন। অতিথিদের বাড়ির মতো আরাম দিতে হোটেলগুলো নানা সুবিধা দেয়, কিন্তু সব কিছুই বিনামূল্যে নয়।
advertisement
2/12
কিছু জিনিস আপনি নিতে পারেন, আবার কিছু জিনিস নিলে ঘরের আপগ্রেডের থেকেও বেশি টাকা গুনতে হতে পারে!
advertisement
3/12
উৎসবের মরসুম আর ভ্রমণের সময় যখন পুরোদমে চলছে, তখন কোন জিনিস আপনি নিতে পারবেন আর কোনটা নেওয়া নিষেধ — তা জানা খুবই জরুরি। এতে যেমন অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যাবে, তেমনি বাড়তি খরচ থেকেও বাঁচা সম্ভব। তাই চেক-আউট করার আগে জেনে নিন— হোটেল রুম থেকে কোন জিনিস আপনি নিশ্চিন্তে নিতে পারেন, আর কোনটা একেবারেই নয়!দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি আপনি হোটেল রুম থেকে নিয়ে যেতে পারেন
advertisement
4/12
পরিমিত পর্যায়ে টয়লেট্রিজছোট ছোট শ্যাম্পুর বোতল, কন্ডিশনারের স্যাচে, সাবান যা বাথরুমে থাকে তা আপনারা নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। যদি আপনি দ্বিধায় থাকেন তাহলে হোটেল কর্মীদের জিজ্ঞেস করতে পারেন।
advertisement
5/12
ষ্টেশনারী এবং নোটপ্যাডপেন, নোটপ্যাড, পোস্টকার্ড এবং ছোটখাটো শুভেনিয়ার আপনি আপনার সঙ্গে নিয়ে যেতেই পারেন। এই জিনিসগুলি আপনার ঘুরতে যাওয়ার বিষয়ে একটি সুন্দর মুহূর্ত বহন করবে। অনেক হোটেল ওয়েলকাম লেটার এবং ম্যাপও দিয়ে থাকে।
advertisement
6/12
চা এবং কফির পাতাআপনার রুমে রাখা চা ও কফির ট্রেটি সম্পূর্ণ বিনামূল্যে—এটি হোটেলের পক্ষ থেকে অতিথিদের জন্য একটি সৌজন্য পরিষেবা। তাই অব্যবহৃত টি-ব্যাগ বা কফি স্যাশে নির্দ্বিধায় সঙ্গে নিতে পারেন। তবে বাফে থেকে অতিরিক্ত প্যাকেট পকেটে ভরার চেষ্টা করবেন না, কারণ সেগুলি আপনার বিলের অন্তর্ভুক্ত নয়। আপনি যদি কফি-প্রেমী হন, তবে প্রিয় স্বাদের স্যাশে মজুত করতে পারেন কিংবা নতুন স্বাদও চেষ্টা করে দেখতে পারেন। কিছু হোটেল আবার বিশেষ মানের চাও দেয়, যা হতে পারে আপনার সফরের একটি ছোট্ট মিষ্টি উপহার।
advertisement
7/12
ডিসপোজেবল স্লিপারযদি আপনার রুমে ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য স্লিপার দেওয়া থাকে, সেগুলি অতিথিদের ব্যবহারের জন্যই — চাইলে সঙ্গে নিয়ে যাওয়াও যায়। তবে যদি স্লিপারটি কাপড়ের হয় বা তাতে হোটেলের নামের এমব্রয়ডারি থাকে, তাহলে বুঝে নিতে হবে এটি পুনর্ব্যবহারযোগ্য স্টক — তাই সেটি ফেলে যাওয়াই শ্রেয়। সাধারণত ডিসপোজেবল স্লিপার হালকা উপকরণ দিয়ে তৈরি হয় এবং একবার ব্যবহারের জন্যই তৈরি করা হয়। আসলে চাইলে এগুলি আপনি ভবিষ্যতের ভ্রমণে বা পুল কিংবা সৈকতে ব্যবহার করার জন্যও রেখে দিতে পারেন।
advertisement
8/12
ম্যাগাজিন এবং ব্রশিওররুমে রাখা ট্রাভেল ম্যাগাজিন, সিটি গাইড বা স্পা ব্রোশিওর অতিথিদের পড়ার জন্যই রাখা হয়— এবং হ্যাঁ, চাইলে সেগুলি আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। এগুলি নিয়মিত আপডেট করা হয় এবং বাড়ি ফেরার পথে ফ্লাইটে পড়ার জন্য দারুণ সঙ্গী হতে পারে। এসব প্রকাশনায় সাধারণত স্থানীয় দর্শনীয় স্থান, রেস্তরাঁ ও ভ্রমণ টিপসের মতো তথ্য থাকে, যা ভ্রমণকারীদের জন্য বেশ উপকারী। ভবিষ্যতের সফর পরিকল্পনা বা উইকএন্ড গেটওয়ের অনুপ্রেরণার জন্যও এগুলি কাজে লাগতে পারে। কিছু হোটেল আবার এসব ব্রোশিওরের সঙ্গে বিশেষ কুপন বা ডিসকাউন্টও দেয়, যা হতে পারে অতিরিক্ত আনন্দের চমক।
advertisement
9/12
যে জিনিসগুলি আপনি সঙ্গে নিয়ে আনতে পারবেন নাতোয়ালে এবং বাথরোবহোটেলের নরম তোয়ালে আর আরামদায়ক বাথরোব যতই লোভনীয় লাগুক না কেন, এগুলো কিন্তু বিনামূল্যে নয়। এই সামগ্রীগুলো পেশাদার লন্ড্রির পর পুনরায় ব্যবহৃত হয়, আর যদি কিছু হারিয়ে যায়, তার দাম সঙ্গে সঙ্গেই আপনার বিলের সঙ্গে যোগ হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ এসব জিনিসের হিসাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাখে, তাই জরিমানার অঙ্কও হতে পারে বেশ বড়। আপনি যদি সত্যিই ওই তোয়ালে বা বাথরোবটি পছন্দ করে ফেলেন, তাহলে কিছু হোটেল সেটি কেনার সুযোগও দেয়। তাই বিব্রতকর পরিস্থিতি এড়াতে, আগে থেকেই হাউসকিপিং বিভাগে জিজ্ঞেস করে নেওয়াই সবচেয়ে ভালো।
advertisement
10/12
কাঁটাচামচ থেকে বিভিন্ন সামগ্রীসেই সুন্দর ওয়াইন গ্লাস বা আকর্ষণীয় কফি মগ? ভুলেও সঙ্গে নেওয়ার কথা ভাববেন না। এগুলো নেওয়া একেবারেই নিষিদ্ধ। এমনকি মিনি-বারে রাখা জিনিসপত্রও— যদি বিশেষভাবে বিনামূল্যে উল্লেখ না থাকে— তাহলে ব্যবহার বা সঙ্গে নেওয়া হলে তার দাম বিলের সঙ্গে যোগ হবে। হোটেল কর্তৃপক্ষ প্রতিটি আইটেমের হিসাব রাখে এবং সেই অনুযায়ী চার্জ ধার্য করে। আপনি যদি সত্যিই কোনো জিনিস রাখতে চান, তাহলে হোটেল স্টাফদের জিজ্ঞেস করুন সেটি কিনে নেওয়ার সুযোগ আছে কি না।
advertisement
11/12
বিছানা, বালিশহোটেল কর্তৃপক্ষ তাদের বিছানার চাদর, বালিশের কভার বা কুশন নিয়ে কিন্তু খুবই সচেতন। রুম চেকের সময় এগুলির কোনোটি হারিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে নজরে আসে এবং মোটা জরিমানা গুনতে হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ইনভেন্টরির হিসাব রাখা হোটেলগুলির অন্যতম অগ্রাধিকার। যদি অতিরিক্ত বালিশ বা কম্বল প্রয়োজন হয়, তাহলে হাউসকিপিং বিভাগে অনুরোধ করাই সর্বোত্তম উপায়। এতে যেমন আরামের ঘুম পেতে পারেন, তেমনি অতিরিক্ত চার্জের ঝামেলাও এড়ানো যাবে।
advertisement
12/12
ছবি এবং শিল্পকর্মদেওয়ালে টাঙানো ছবি থেকে সুন্দর মোমবাতি,ট্রে বা অন্যান্য যে কোনও সাজানো জিনিস সবই হোটেলের সম্পত্তি। তাই বিনা অনুমতিতে তা নেওয়া অপরাধ। ফলে এই ধরনের জিনিস নিলে আপনি কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন। ভবিষ্যতে ওই হোটেল গুলিতে প্রবেশাধিকার নাও করতে পারেন। তাই এইসব ক্ষেত্রে হোটেলকর্মীদের জিজ্ঞেস করাই সবথেকে সেরা উপায়। প্রয়োজনে জিনিসগুলি বিক্রি আছে কিনা জিজ্ঞেস করে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ঘুরতে গিয়ে হোটেলে থাকেন? সাবধান! জানেন হোটেল রুম থেকে কোন কোন জিনিস নিতে পারেন, আর কী নিলে গুনতে হবে মোটা জরিমানা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল