লিফটে হঠাৎ আটকে পড়লে কী করবেন? প্রথমেই করতে হবে একটা কাজ, ভয় পেলে সব শেষ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lift: লিফটে কোনওদিন হঠাৎ আটকে পড়লে কী করবেন? জেনে নিন।
advertisement
1/8

শহর মানেই উঁচু উঁচু বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ে বিভিন্ন অফিসে পৌঁছতে লিফট ছাড়া গতি নেই।
advertisement
2/8
বহু মানুষকে প্রতিদিন লিফট ব্যবহার করতে হয়। কখনও যদি লিফটে আটকে পড়েন! ভয়ানক পরিস্থিতি হতে পারে! তবে ভয় পেলে চলবে না।
advertisement
3/8
ভয় পেলে কিন্তু আপনার শরীর বিগড়ে যেতে পারে। ফলে সাহস রাখতে হবে। বুঝতে হবে, প্রযুক্তিগত কারণে লিফট খারাপ হয়েছে। ধৈর্য ও সাহস রাখতে পারলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
advertisement
4/8
ভিতর থেকে হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করবেন না। এতে আপনি আরও আতঙ্কিত হয়ে পড়তে পারেন। দরজা তো খুলতে পারবেনই না, উল্টে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন।
advertisement
5/8
লিফটের সব বোতাম টিপতে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
advertisement
6/8
প্রথমেই লিফটের অ্যালার্ম বোতামটি টিপুন। মোবাইলে টাওয়ার থাকলে প্রিয় জনকে ফোন করে জানাতে পারেন।
advertisement
7/8
এখন বেশিরভাগ লিফটে ফোন ইনস্টল করা থাকে। সেটা ব্যবহার করুন, নিরাপত্তারক্ষীকে জানান।
advertisement
8/8
মনে রাখবেন, মনটাকে শান্ত রাখতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। আর কোনওভাবেই লিফটের সুইচ এলেমেলোভাবে টিপতে থাকে যাবে না।