Aadhaar Card : মানুষের মৃত্যুর পর আধার, প্যান কার্ডের কী হয়? নিজে থেকে বাতিল হয়? নিয়ম না জানলে...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Aadhaar Card- আধার বা প্যান কার্ড, এই দুটি নথি মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে নিজস্ব উদ্যোগে জমা করতে হবে। নিজে থেকে এগুলি ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনও নিয়ম নেই।
advertisement
1/6

ভারতে এখন বেশিরভাগ সরকারি কাজের ক্ষেত্রে আধার ও প্যান কার্ড খুব দরকারি জিনিস হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল ইন্ডিয়ায় এই দুটি নথি সঙ্গে না থাকলে আপনি নানা সমস্যায় পড়তে পারেন।
advertisement
2/6
সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সরকারের তরফে জানানো হয়েছে, বিরাট সংখ্যক মৃত ব্যক্তির আধার কার্ড এখনও অ্যাক্টিভ। এই তথ্য প্রকাশ্যে আসার পর উদ্বেগ বেড়েছে। এখন প্রশ্ন হল, কোনও মানুষের মৃত্যুর পর তাঁর আধার ও প্যান কার্ড কি নিজে থেকেই বাতিল হয়ে যায়! নিয়ম কী, আজ জেনে রাখুন।
advertisement
3/6
কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে, তাঁর আধার কার্ডের যেন অপব্যবহার না হয়। কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আধার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। ফলে সেই আধার কার্ডের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
4/6
মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের আধার লক করার বিকল্প রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট - www.uidai.gov.in-এ গিয়ে My Aadhaar বিকল্প নির্বাচন করতে হবে। তার পর Aadhaar Services বিকল্পটি নির্বাচন করতে হবে। এর পর আপনি Lock/Unlock Biometrics বিকল্পটি পাবেন, সেখানে ক্লিক করতে হবে। আপনাকে 12 সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা পূরণ করতে হবে। OTP আসবে। তার পরই Aadhaar লক/Unlock করার বিকল্পটি আসবে। লকে ক্লিক করতে হবে।
advertisement
5/6
আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডও দরকারি একটি নথি। কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের প্যান কার্ড সারেন্ডার করা উচিত। এর জন্য আপনি আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটি সারেন্ডার করতে পারেন। প্যান কার্ড সারেন্ডার করার আগে মৃত ব্যক্তির নামে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কারও নামে স্থানান্তর করতে হবে।
advertisement
6/6
অর্থাৎ আধার বা প্যান কার্ড, এই দুটি নথি মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে নিজস্ব উদ্যোগে জমা করতে হবে। নিজে থেকে এগুলি ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনও নিয়ম নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Aadhaar Card : মানুষের মৃত্যুর পর আধার, প্যান কার্ডের কী হয়? নিজে থেকে বাতিল হয়? নিয়ম না জানলে...