TRENDING:

Snake Facts: হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কী করবেন? বিশেষজ্ঞেরা জানালেন গুরুত্বপূর্ণ ৫টি জিনিস...জেনে রাখা অত্যন্ত জরুরি

Last Updated:
ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ সামনে দেখতে পেলেন সামনে সাক্ষাৎ ‘আতঙ্ক’৷ হতে পারে সেই সাপ বিষধর, আবার হতে পারে সেটা নয়৷ এমন পরিস্থিতি বাড়িতেও তৈরি হতে পারে৷ এমন পরিস্থিতি কী ভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার! এই কাজ কখনওই করবেন না৷
advertisement
1/8
হঠাৎ সামনে সাপ এসে গেলে কী করবেন? বিশেষজ্ঞেরা জানালেন গুরুত্বপূর্ণ ৫টি জিনিস
সাপ দেখে আমরা সব সময় ভয় পেয়ে যাই৷ কিন্তু, জানবেন, অযথা না ভয় পেয়ে মাথা ঠান্ডা করে নির্দিষ্ট কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি৷ শুধু দরকার একটু ধৈর্য৷ আর একটু মনোবল৷
advertisement
2/8
ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ সামনে দেখতে পেলেন সামনে সাক্ষাৎ ‘আতঙ্ক’৷ হতে পারে সেই সাপ বিষধর, আবার হতে পারে সেটা নয়৷ এমন পরিস্থিতি বাড়িতেও তৈরি হতে পারে৷ এমন পরিস্থিতি কী ভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার! এই কাজ কখনওই করবেন না৷
advertisement
3/8
বিশেষজ্ঞদের মতে, এটা একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি। তাহলে? তাহলে একটি বিষাক্ত সাপের সম্মুখীন হলে ঠিক কী করা উচিত? কীভাবে এড়াতে হয় ক্ষতি?
advertisement
4/8
প্রথমত, মাথা ঠান্ডা রাখুন। মোটেও ঘাবড়াবেন না। সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। দৌড়নো বা পালানোর চেষ্টা তো অবশ্যই করবেন না। wikihow.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷
advertisement
5/8
পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন। মনে রাখবেন বেশিরভাগ সাপ আপনার কাছে আসতেই চায় না। আপনি যদি তাদের বিরক্ত না করেন তবে তারা নিজেরাই নিজেদের মতো পথ বেছে নেবে এবং আপনার সামনে থেকে চলে যাবে। সাপেদের আক্রমণ না করলে তারা আক্রমণ করে না। যে সমস্ত সর্প দংশনের ঘটনা ঘটে, সেসব ক্ষেত্রে, মানুষ অজান্তেই সাপের শরীরে পা দিয়ে ফেলে, বা সাপকে ছুঁয়ে ফেলে, আঘাত করে ফেলে৷ ফলে নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে সাপ৷
advertisement
6/8
আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়োদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যে দিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন।
advertisement
7/8
পের ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ মুখে জোরে আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন৷ বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে৷ কখনও তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না৷
advertisement
8/8
সাপের শব্দ তেমন শুনতে পায় না, তবে তারা কম্পনের প্রতি খুব সংবেদনশীল। যে কোনও জোর আওয়াজ সাপটিকে একটি শান্ত জায়গায় পালিয়ে যেতে বাধ্য করতে পারে। তবে সবচেয়ে ভাল হয়, সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করুন৷ ইন্টারনেটে একাধিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তির ফোন নম্বর নিশ্চই পেয়ে যাবেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কী করবেন? বিশেষজ্ঞেরা জানালেন গুরুত্বপূর্ণ ৫টি জিনিস...জেনে রাখা অত্যন্ত জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল