TRENDING:

চরম দুঃসময় পার হয় মায়ের নামে, দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না ‘এই’ কাজ

Last Updated:
অনেক কিছুতেই মানা থাকে এই সময়, তাই সাবধানে সংযমে চলুন৷
advertisement
1/7
চরম দুঃসময় পার হয় মায়ের নামে , দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না ‘এই’ কাজ
পাশাপাশি এই অষ্টমীর দিন অন্ন গ্রহণ করাও উচিত নয়৷ দুর্গাষ্টমীতে অন্নগ্রহণ করলে সারা বছর নরকবাস করতে হয়৷ অর্থাৎ জীবনে একাধিক দুর্ধটনা ও দুঃসময় আসে৷ এমনটাই কালিকা পুরাণে বলা হয়েছে৷ Photo- Representative
advertisement
2/7
এই সময় নিত্য গঙ্গাস্নান করে নিন৷ যদি গঙ্গায় যাওয়া শুরু না হয় তাহলে বাড়িতে স্নান করে নিয়ে গঙ্গা জলের পাত্র থেকে কয়েক ছিটা জল মাথায় দিয়ে নিজেদের শুদ্ধ করে নিন৷ এতে শরীর ও মন শুদ্ধ হয়৷ গঙ্গাজল মাথায় দেওয়ার সময় গঙ্গা গঙ্গা উচ্চারণ করুন৷Photo- Representative
advertisement
3/7
রোজ দিন ১০৮ বার দুর্গা নাম জপ করুন৷ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিরামিষ আহার করুন৷ আমিষ আহার দেবীকে বলি দেওয়া ভোগের পরই গ্রহণ করা কাঙ্খিত৷Photo- Representative
advertisement
4/7
ষষ্ঠীর দিন সকালে যাঁরা সন্তানের মা তাঁরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীদেবীর পুজো দিন৷ সন্তানের কপালে দই-হলুদের ফোঁটা দিন৷ এতে সন্তানের দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করুন৷Photo- Representative
advertisement
5/7
এই সময় নারী –পুরুষ অবাধ শারীরিক মিলন বারণ৷ পুজোর কটা দিন স্ত্রী –প্রেয়সী যতই আকর্ষণীয় সাজে সাজুন, সংযম পালন করুন৷ কারণ শারীরিক সংযম হলেই পুরো পুজো পবিত্রভাবে পালন করা সম্ভব হবে৷Photo- Representative
advertisement
6/7
সপ্তমী ও অষ্টমী অঞ্জলি যদি কোনও কারণে দিতে নাও পারেন তাহলে সন্ধিপুজোর অঞ্জলি অতি অবশ্যই দিন৷Photo- Representative
advertisement
7/7
দশমীর সন্ধ্যায় গুরুজনদের শ্রদ্ধাভারে প্রণাম করুন৷ তাঁদের থেকে আশীর্বাদ নিন৷ এদিন রীতি মেনে সামাণ্য সিদ্ধির সরবত পান করার নিয়ম আছে তা পালন করুন৷ তাহলে সারা বছর সব কাজে সিদ্ধিলাভ হবে৷Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
চরম দুঃসময় পার হয় মায়ের নামে, দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না ‘এই’ কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল