IPS vs IAS Salary: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
advertisement
1/9

সরকারি চাকরি পাওয়া অনেকের জীবনেরই অন্যতম লক্ষ্য৷ এমনকি, আমাদের গুরুজনেরাও সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ সারাজীবনের নিশ্চিন্ত চাকরি, তার উপরে স্থায়ী রোজগার, কর্মস্থলে সুপরিবেশ এবং সব শেষে সামাজিক সম্মান৷ একটা চাকরিতে মানুষ ঠিক যা যা খোঁজে, তার সবই রয়েছে সরকারি চাকরিতে৷
advertisement
2/9
আমাদের মধ্যে এখনও অনেকেই জানেন না যে একজন IPS, IAS কিংবা IRS আধিকারিকেরা মাসিক কত টাকা বেতন পেয়ে থাকেন৷ 7th Pay Commission কার্যকর হওয়ার পরে আগের থেকে আরও বেড়েছে সেই বেতন৷
advertisement
3/9
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
advertisement
4/9
এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব, অত্যন্ত সম্মানের এই যে উচ্চ পদস্থ আধিকারিকের চাকরি, সেখানে, কত টাকা বেতন পেয়ে থাকেন আধিকারিকেরা?
advertisement
5/9
adda247.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, Indian Administrative Service বা IAS অফিসারেরা যখন প্রথম চাকরিতে যোগদান করেন, তাঁদের বেসিক পে হয় ৫৬, ১০০টাকা৷ এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷
advertisement
6/9
সময়, অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী অনুযায়ী ধীরে ধীরে বাড়ে সেই স্ল্যাব৷ যেমন, কোনও মন্ত্রীর সচিবের পদের আধইকারিকের বেসিক পে প্রায় আড়াই লক্ষ টাকা, ২,৫০,০০০ পর্যন্ত হতে পারে৷
advertisement
7/9
এছাড়াও, IAS অফিসারের গ্রেড পে-ও পান৷ সেই আধিকারিকের র্যাঙ্ক অনুযায়ী, সেই গ্রেড পে স্থির হয়৷ সেটা অতিরিক্ত ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷
advertisement
8/9
Indian Police Service, IPS অফিসারদের ক্ষেত্রেও প্রথম যখন কোনও ব্যক্তি চাকরিতে যোগদান করেন, তখন তাঁদের বেসিক পে হয় ৫৬,১০০টাকা৷ এছাড়াও থাকে, পে ব্যান্ড থ্রি সেটা ১৫, ৬০০ থেকে ৩৯, ১০০ পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে গ্রেড পে ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে, TA, DA, এবং HRA৷ নতুন যোগ দেওয়া IPS অফিসারের মোট স্যালারি ৬৭, ৩২০ টাকা হয়৷
advertisement
9/9
Indian Revenue Service, IRS আধিকারিকদের প্রথম দিকে বেসিক পে হয় ৫৬,১০০৷ সর্বাধিক ক্ষেত্রে সেই বেসিক পে ২,২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ একই ভাবে এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IPS vs IAS Salary: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা...