National Vegetable: অনেক তো পড়াশুনা করলেন, বলুন তো জাতীয় সবজির নাম কী? কম বেশি অনেকেই খান, কিন্তু সঠিক জানেন না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেক রকম পদ রান্না করা হয় এই মিষ্টি জাতীয় সবজি দিয়ে৷ বাঙালি এবং অবাঙালি রান্নায় স্বাদ বৃদ্ধি করে এই সবজি৷
advertisement
1/10

ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় পশু-পাখি-ফুল সবই জানেন৷ কিন্তু কোন সবজি ভারতের ‘জাতীয় সবজি’-র তকমা পেয়েছে জানেন? হ্যাঁ, ভারতে ‘জাতীয় সবজি’ আছে (National Vegetable)। সেই সবজি সবার যে প্রিয়, সেটা বলা যাবে না৷
advertisement
2/10
দেশের বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় সবজি রয়েছে।
advertisement
3/10
কমলা রঙের এই সবজি মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। অনেক রকম রান্না করা হয় এই সবজি দিয়ে৷ রুটি-ভাত উভয় দিয়েই এই সবজি দিয়ে খাওয়া যায়৷
advertisement
4/10
অনেক রকম পদ রান্না করা হয় এই মিষ্টি জাতীয় সবজি দিয়ে৷ বাঙালি এবং অবাঙালি রান্নায় স্বাদ বৃদ্ধি করে এই সবজি৷
advertisement
5/10
বুঝতে কী পেরেছেন, কোন সবজির কথা বলা হচ্ছে? কিছুটা আন্দাজ করা সম্ভব?
advertisement
6/10
ভারতের জাতীয় সবজি হল কুমড়ো। এটি সমগ্র ভারত জুড়ে চাষ করা হয়। খুব উর্বর মাটি প্রয়োজন হয় না কুমড়ো চাষের জন্য।
advertisement
7/10
দাম খুব বেশি না হলেও কুমড়ো গুণের ভান্ডার৷ ভিটামিন- A-তে ভরপুর কুমড়ো শরীরের জন্যও খুব উপকারি।
advertisement
8/10
কোষ্ঠকাঠিন্য থাকলে সেই সমস্যা দূর করতেও সাহায্য করে ৷ শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই সবজি বিভিন্ন ধরণের ভিটামিনের ভাণ্ডার।
advertisement
9/10
মিষ্টি স্বাদের সবজি কুমড়ো রোজকার রান্নায় বড় ভূমিকা পালন করে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কুমড়োর প্রচলন আছে সর্বত্র।
advertisement
10/10
সরকারি হোক বা বেসরকারি যে কোনও ধরনের চাকরি ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। তাদের এই সবজি সম্পর্ক জানতে পারেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
National Vegetable: অনেক তো পড়াশুনা করলেন, বলুন তো জাতীয় সবজির নাম কী? কম বেশি অনেকেই খান, কিন্তু সঠিক জানেন না