General Knowledge: সবাই পরেন, বলুন তো T Shirt-এর T-এর মানে কী? A, B, C কেউ নয়, কেন T এল ‘শার্টের’ আগে? আসল অর্থ জানলে বিশ্বাই হবে না, ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
T Shirt trending GK: ইংরেজি শব্দ ‘শার্ট’ কথার অর্থ হল জামা। কিন্তু তাহলে সামনে হঠাত্ T কেন? বাকি সব অক্ষর ছেড়ে T কেন আগে বসল Shirt-এর?
advertisement
1/7

rt জীবনে কখনও T-শার্ট পরেননি এমন মানুষের সংখ‍্যা খুবই কম। পুরুষ, মহিলা নির্বিশেষে বেশিরভাগ জনেরই ওয়ারড্রোবে জায়গা করে নিয়েছে টি শার্ট। আট থেকে আশি, সকলেই পরেন। সর্বক্ষণের সঙ্গী T Shirt-এর T এর অর্থ কী জানেন?
advertisement
2/7

হালকা, আরামদায়ক T Shirt অনেকেরই ভীষণ প্রিয়। কিন্তু প্রিয় পোশাকটি সম্পর্কে খুব সাধারণ তথ‍্যই বেশিরভাগ জনেরই অজানা। টি-শার্ট শব্দটি ইংরেজি।
advertisement
3/7
ইংরেজি শব্দ ‘শার্ট’ কথার অর্থ হল জামা। কিন্তু তাহলে সামনে হঠাত্‍ T কেন? বাকি সব অক্ষর ছেড়ে T কেন আগে বসল Shirt-এর? কারণ জানলে সত‍্যিই চমকে যাবেন।
advertisement
4/7
টি শার্টের নামের পেছনে রয়েছে বড় রহস‍্য। চোখের সামনে এমন অনেক কিছুই আমরা দেখি, যাদের সম্পর্কে জানি না। সাধারণ জ্ঞান বা জেনারেল সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
advertisement
5/7
সরকারি চাকরির পরীক্ষাই হোক বা ব‍্যাঙ্কের পরীক্ষা। যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি। তেমনই একটি সাধারণ প্রশ্ন হল T Shirt-এ T এর অর্থ কী?
advertisement
6/7
<strong>আকার থেকে নাম:</strong> অনেক ফ্যাশন বিশেষজ্ঞের মতে, টি-শার্টের নাম তার আকার থেকে এসেছে। এই পোশাকে কলার থাকে না, এর গঠন সোজা এবং সাধারণ হয়, এবং যদি এটি সামনে বা পিছন থেকে দেখা হয় তবে এটি একেবারে অক্ষর T এর মতো দেখায়। এই কারণেই এটি টি-শার্ট বলা শুরু হয়।
advertisement
7/7
<strong>ট্রেনিং শার্ট থেকে টি-শার্ট:</strong> ব্রিটিশ সংবাদপত্র ‘দ‍্য সান’-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই নামের পিছনে আরেকটি আকর্ষণীয় কারণ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা ট্রেনিংয়ের সময় হালকা এবং আরামদায়ক কাপড় পরতেন। এগুলোকে ট্রেনিং শার্ট বলা হত। সময়ের সঙ্গেই সঙ্গেই এই ট্রেনিং শার্টের নামই সংক্ষিপ্ত রূপ নিয়ে টি-শার্ট নামে পরিচিত হয়ে ওঠে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: সবাই পরেন, বলুন তো T Shirt-এর T-এর মানে কী? A, B, C কেউ নয়, কেন T এল ‘শার্টের’ আগে? আসল অর্থ জানলে বিশ্বাই হবে না, ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন