'বাজেট' শব্দের অর্থ কী বলুন তো? কোথা থেকে এল এই শব্দ! মজার তথ্য জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
What is the meaning of BUDGET: 'বাজেট', ইংরেজিতে 'Budget' শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ 'bougette' থেকে। যার অর্থ 'ছোট ব্যাগ'। পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
advertisement
1/6

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
advertisement
2/6
আচ্ছা বলুন তো, এই বাজেট শব্দটির অর্থ কী? কোথা থেকে এল এই শব্দ! অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। আজ আমরা সেই উত্তরই জানাব আপনাদের।
advertisement
3/6
অষ্টাদশ শতকে 'Budget' শব্দটি ব্যবহার করা হত সরকারের আয়-ব্যয়ের হিসেব রাখার জন্য। ১৭৩৯ সালে ব্রিটিশ সংসদে প্রথমবার 'Budget' শব্দটি ব্যবহার করা হয়।
advertisement
4/6
'বাজেট', ইংরেজিতে 'Budget' শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ 'bougette' থেকে। যার অর্থ 'ছোট ব্যাগ'। পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
advertisement
5/6
বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় উনিশ শতকে। এর পর থেকে বিভিন্ন দেশের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়।
advertisement
6/6
স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে। অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি ২৬ নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।