TRENDING:

Viral News: জিলিপির ইংরাজি কী, প্রায় কেউ বলতে পারবেন না, আপনি জানলে হবে বাজিমাত

Last Updated:
Viral News: এমন কিছু কিছু বাংলা শব্দ থাকে যেগুলি হয়ত ইংরাজি শব্দ থেকে পরিবর্তিত না হয়ে, উল্টে ইংরাজিকেই সমৃদ্ধ করেছে৷
advertisement
1/5
জিলিপির ইংরাজি কী, প্রায় কেউ বলতে পারবেন না, আপনি জানলে হবে বাজিমাত
ভারতের মতো দেশে পৃথিবীর বিভিন্ন অংশের ভাষা ঐতিহাসিক পরম্পরায় স্থান করে নিয়েছে৷ ভারতে এক এক সময় এক-এক শাসকদল এসেছে, তাঁদের সাহিত্য, সংস্কৃতির ভাণ্ডারও এসেছে সঙ্গে৷ তাই ভাষা মিলেমিশে গিয়েছে৷
advertisement
2/5
দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষা তাই কোথাও সামান্য আলাদা, কোথাও আবার অনেকটা দূরের৷ সেই কারণেই অনুবাদের মাধ্যমে আঞ্চলিক বিভিন্ন ভাষায় স্থান পেয়ে যায় বিদেশী ভাষা৷ কোথাও আবার বিদেশি ভাষা প্রভাবিত হয় ভারতীয় ভাষায়৷
advertisement
3/5
তবু এমন কিছু কিছু বাংলা শব্দ থাকে যেগুলি হয়ত ইংরাজি শব্দ থেকে পরিবর্তিত না হয়ে, উল্টে ইংরাজিকেই সমৃদ্ধ করেছে৷ যেমন ধরে নেওয়া যাক বাংলা ভাষার শব্দ ‘জিলিপি’-এর উদাহরণ৷
advertisement
4/5
জিলিপি শব্দটির ইংরাজি কী হবে, তাই নিয়ে ব্যপক দ্বন্দ্ব আছে অনেকের মধ্যে৷ অনেকে আবার এই বিষয়ে জানেনই না৷ সাধারণ মানুষের জন্য সত্যি বলতে এককথার সহজ ইংরাজি নেইও৷ সেই কারণেই জিলিপির ইংরাজি নিয়ে এত প্রশ্ন৷
advertisement
5/5
বিশেষজ্ঞরা বলছেন, জিলিপি বা হিন্দিতে যাকে জিলাপি বলা হয়, তার এককথার কোনও ইংরাজি নেই৷ তবে আছে একটি অদ্ভুত নাম, সেটি দীর্ঘ৷ সেটির ইংরাজি হল Crispy Funnel Cake Soaked in Sugar Syrup. যদিও এটি সর্বজনগ্রাহ্য নাম নয়, এটিকে অনেকেই মানতে নারাজ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: জিলিপির ইংরাজি কী, প্রায় কেউ বলতে পারবেন না, আপনি জানলে হবে বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল