TRENDING:

Busiest Organ Of Human Body: শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটা? ভাবতেও পারছেন না...! উত্তরে এমনই চমক...!

Last Updated:
Busiest Organ of Human Body: শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ সেটিই, যেটি কখনও বিশ্রাম নেয় না। এটি কাজ করা বন্ধ হলেই শেষ জীবন। বলুন তো কোন অঙ্গ?
advertisement
1/9
শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটা? ভাবতেও পারছেন না...! উত্তরে এমনই চমক...!
শরীরের এক এক অঙ্গের এক এক কাজ। মাথা থেকে শুরু করে পা--- প্রতিটি অঙ্গের তাৎপর্য আলাদা আলাদা। তবে, জানেন কি, কোন অঙ্গ সবচেয়ে ব্যস্ত? জানলে চমকে যাবেন। (which is the busiest body part)
advertisement
2/9
প্রথমেই মনে আসে চোখ! চোখ ছাড়া দুনিয়া অন্ধকার। ঘুম থেকে ওঠা মাত্রই চোখের কাজ শুরু হয়, চলে ঘুমোতে যাওয়ার আগে অবধি। তবে চোখ ততটা ব্যস্ত নয়, যতটা সক্রিয় সেই অঙ্গ।
advertisement
3/9
মনে আসতে পারে মাথার কথা! যখন আমরা জেগে থাকি সব সময় সজাগ থাকে মস্তিস্ক। যখন, সক্রিয় থাকি তখন মানুষের মস্তিষ্কের বিপাকীয় হার বেশি থাকে যখন আমরা ঘুমিয়ে থাকি। মস্তিষ্ক যখন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে, তখন আমরা হিসাবমতো মৃত। তবে মাথাই কি ব্যস্ততম অঙ্গ? না। (head)
advertisement
4/9
শরীরের অজস্র স্নায়ু প্রতি মুহূর্তে প্রতিবর্ত ক্রিয়ার আদান প্রদান ঘটিয়ে চলেছে। এর জন্যই আমরা ঘুমন্ত অবস্থায়ও সংজ্ঞা হারাই না। মশা কামড়ালেও হাত চলে যায় সেই জায়গায়। অতএব, আমরা ঘুমোলেও সক্রিয় থাকে স্নায়ু। তবে স্নায়ুও ব্যস্ততম নয়। (nerves)
advertisement
5/9
হাত পাও পর্যাপ্ত বিশ্রাম পায় যখন আমরা বিশ্রাম নিই। তাহলে ব্যস্ত থাকে কোন অঙ্গ? বলুন তো... বুঝতে পারছেন কি?
advertisement
6/9
ফুসফুসও প্রতিনিয়ত কাজ করে চলে। বদ রক্তকে শুদ্ধ করাই এই অঙ্গের কাজ। এই অঙ্গ নিষ্ক্রিয় হলেই মৃত্যু। তবে এটিও সবচেয়ে ব্যস্ত অঙ্গ নয়। (lungs)
advertisement
7/9
চিকিৎসক সোনালি মহিল জানান, ব্যস্ততম অঙ্গটি গর্ভাবস্থায় শিশুর শরীরে প্রথম তৈরি হয়। এই অঙ্গ সেই থেকে কাজ করা শুরু করে। কোনও দিন থামে না!
advertisement
8/9
এবার বুঝতে পারছেন কী সেই অঙ্গ? ভীষণ সহজ! (answer)
advertisement
9/9
শরীরের ব্যস্ততম অঙ্গটি হল 'হৃৎপিণ্ড' বা হৃদয়। মিনিটে ৭২ বার ধুকপুক করে এই হৃদযন্ত্র। যতদিন বেঁচে থাকে মানুষ, এই যন্ত্রও পাম্প করতে থাকে রক্ত। কখনও বিশ্রাম নেয় না, নিলেই শেষ জীবন! (heart)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Busiest Organ Of Human Body: শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটা? ভাবতেও পারছেন না...! উত্তরে এমনই চমক...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল